ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

সরকারি ৭ কোম্পানির মুনাফায় ৪৭ শতাংশের বিশাল লাফ

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ৩১ ০৯:৪০:১২
সরকারি ৭ কোম্পানির মুনাফায় ৪৭ শতাংশের বিশাল লাফ

দেশের শেয়ারবাজারে যখন অধিকাংশ তালিকাভুক্ত প্রতিষ্ঠান লোকসানের বৃত্তে বন্দি, তখন ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে চমকপ্রদ ব্যবসায়িক সাফল্য দেখিয়েছে সরকারি মালিকানাধীন ৭টি কোম্পানি। সংশ্লিষ্টদের অবাক করে দিয়ে এই ছয় মাসে প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ১ হাজার ৫৪৪ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৫৭ শতাংশ বেশি।

গত অর্থবছরের প্রথমার্ধে এই কোম্পানিগুলোর মোট মুনাফা ছিল ১ হাজার ৪৬ কোটি ৬৫ লাখ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে মুনাফায় এমন বড় উল্লম্ফন বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাফল্যের শীর্ষে পাওয়ার গ্রিড ও সাবমেরিন কেবল

ব্যবসায়িক অর্জনে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। দীর্ঘ তিন বছরের লোকসানের বোঝা ঝেড়ে ফেলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বিদ্যুৎ সঞ্চালনকারী এই সংস্থাটি। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ২৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ কোটি ৬৩ লাখ টাকায়। মূলত আয় বৃদ্ধির পাশাপাশি কঠোর ব্যয় নিয়ন্ত্রণ নীতি এই বড় লাভে সহায়তা করেছে। তবে বিদেশি ঋণের ক্ষেত্রে মুদ্রার বিনিময় হারের ওঠানামা এখনো প্রতিষ্ঠানটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে আয়ের ঝাণ্ডা ওড়াচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। আইপি ট্রানজিট এবং আইপিএলসি ব্যান্ডউইথ সেবার ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে প্রতিষ্ঠানটির মুনাফা ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে তাদের নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪৬ কোটি ৬৬ লাখ টাকায়।

ঘুরে দাঁড়িয়েছে ডেসকো ও তিতাস গ্যাস

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকো গত বছরের ধারাবাহিক লোকসান কাটিয়ে এবার লাভের মুখ দেখেছে। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের কাছ থেকে বর্ধিত আয়ের সুবাদে প্রতিষ্ঠানটি ৯০ কোটি ৪৯ লাখ টাকা মুনাফা করেছে। অন্যদিকে, বড় অঙ্কের লোকসানে থাকা তিতাস গ্যাস তাদের পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। গত বছর জুলাই-ডিসেম্বরে ৭১১ কোটি টাকা লোকসান দিলেও এবার তা কমিয়ে ৩৯০ কোটি ৩২ লাখ টাকায় নামিয়ে এনেছে প্রতিষ্ঠানটি।

জ্বালানি খাতের চিত্র ও ব্যাংকিং জটিলতা

জ্বালানি খাতের পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম তাদের মুনাফার ধারা বজায় রাখতে পারলেও হোঁচট খেয়েছে যমুনা অয়েল। সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া চারটি ব্যাংকে থাকা আমানতের বিপরীতে প্রত্যাশিত সুদ না পাওয়ায় কোম্পানিটির মুনাফা ১৮ শতাংশ কমেছে।

এখনো সংকটে যারা

সাফল্যের এই মিছিলে সামিল হতে পারেনি পুঁজিবাজারের বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি। চড়া সুদের হার এবং বাজারের অস্থিরতার কবলে পড়ে প্রতিষ্ঠানটি ৩১১ কোটি টাকা লোকসান দিয়েছে। লোকসানের পাল্লা আরও ভারী হয়েছে রাষ্ট্রায়ত্ত দুই চিনি কল— জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলসের। এছাড়া এক সময়ের লাভজনক ন্যাশনাল টিউবস এবং ইস্টার্ন কেবলসও এবার লোকসানের তালিকায় নাম লিখিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর এই প্রবৃদ্ধি পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে, তবে লোকসানি প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ