ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য সময় প্রকাশ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৯:২৩:৪৭
এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের সম্ভাব্য সময় প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে অপেক্ষার প্রহর গুণছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হওয়ার পরই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্ত শিক্ষা বোর্ড সাবকমিটি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ পুরোদমে চলছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্ত শিক্ষা বোর্ড সাবকমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তরপত্র দেখার সব কার্যক্রম শেষ হলে পরবর্তী ধাপে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই প্রসঙ্গে বলেন, এবার শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আগে যেখানে শিক্ষকরা সাধারণত ১৫ দিন সময় পেতেন, সেখানে এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। এর ফলে মূল্যায়নে আরও বেশি নির্ভুলতা আশা করা হচ্ছে।

অধ্যাপক কামাল উদ্দিন হায়দার আশাবাদ ব্যক্ত করেছেন যে, অক্টোবরের মাঝামাঝি অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়েছিল। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেন ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ