ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ৩০ ০৯:২৫:১৯
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত, সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল, ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার), সিলেটের কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পিডিবি জানিয়েছে, ৩৩/১১ কেভি লাক্কাতুরা এবং ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, তার বিস্তারিত:

লাক্কাতুরা উপকেন্দ্রের অধীনে: বড়বাজার ফিডারের আওতাধীন খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও সংলগ্ন এলাকাগুলো।

আম্বরখানা উপকেন্দ্রের অধীনে: আম্বরখানা (আংশিক), মনিপুরি বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার মিতালি গলি, জালালাবাদ, পিরমহল্লা (পূর্ব ও পশ্চিম), ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনি, মজুমদারি, সৈয়দ মুগনি, লেচুবাগানা, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেটের একাংশ এবং এর আশেপাশের এলাকা।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা এই সাময়িক অসুবিধার জন্য স্থানীয় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন। তারা আরও জানিয়েছেন যে, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

কেন এই বিদ্যুৎ বিভ্রাট?

গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজের মাধ্যমে উপকেন্দ্রগুলোর কার্যকারিতা বজায় রাখা সম্ভব হবে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ