ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

প্রবাসীদের জন্য স্বর্ণ নিয়ে আসার নতুন নিয়ম: কতটুকু সোনা আনতে পারবেন

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২১ ১৩:০৯:০১
প্রবাসীদের জন্য স্বর্ণ নিয়ে আসার নতুন নিয়ম: কতটুকু সোনা আনতে পারবেন

স্বর্ণের দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে; শুল্কমুক্ত সুবিধা বাড়াল এনবিআর

অপর্যটক যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালার নতুন সুবিধা

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তবে দেশের বাজারে এর ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বর্তমানে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ টাকা অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকে দেশে ফেরার সময় শুল্কমুক্ত সুবিধায় স্বর্ণের গহনা আনা হতে পারে একটি সহজ বিকল্প। পাশাপাশি, নির্ধারিত পরিমাণ শুল্ক পরিশোধ করে স্বর্ণের বারও দেশে আনা সম্ভব।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছর থেকে 'অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫' জারি করে স্বর্ণের অলংকার, বার এবং মোবাইলফোন আনার ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করেছে।

শুল্কমুক্ত স্বর্ণালংকার এবং রুপার গহনার পরিবর্তিত সীমা

নতুন জারিকৃত ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে ফেরত আসা একজন যাত্রী প্রতি বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম পর্যন্ত সোনার অলংকার শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবেন। অর্থাৎ, প্রায় ৮ ভরি ১০ আনা ওজনের সোনার গহনার জন্য কোনো শুল্ক বা কর প্রযোজ্য হবে না।

রূপার অলংকারের ক্ষেত্রে এই সীমা ২০০ গ্রাম নির্ধারণ করা হয়েছে।

তবে, সোনা বা রুপা যাই হোক না কেন, একই প্রকারের গহনা ১২টির বেশি আনা যাবে না।

স্বর্ণের বার আনার ক্ষেত্রে শুল্কের পরিমাণ

এই নতুন বিধিমালার অধীনে, কোনো যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি সোনার বার দেশে আনতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হলো, তাকে তোলাপ্রতি ৫ হাজার টাকা হারে শুল্ক পরিশোধ করতে হবে।

শুল্ক পরিশোধ এবং গ্রিন চ্যানেল ব্যবহার

বাংলাদেশে অবতরণের পর যাত্রীদেরকে 'ব্যাগেজ ঘোষণা ফরম' নামে একটি ফরম পূরণ করতে হয়। এই ফরমে পাসপোর্ট নম্বর, নাম, ফ্লাইট নম্বর, জাতীয়তা এবং আগমন দেশের মতো তথ্যের পাশাপাশি কোনো শুল্কযোগ্য পণ্য থাকলে তার বিবরণ দিতে হয়।

যদি কোনো যাত্রীর সঙ্গে ১০০ গ্রাম সোনার অলংকার বা ২০০ গ্রাম রুপার অলংকারের চেয়ে কম পরিমাণে অলংকার থাকে, তবে তাদের এই ফরম পূরণ করার প্রয়োজন নেই। কিন্তু নির্ধারিত সীমার অতিরিক্ত অলংকার আনলে অবশ্যই বাড়তি অংশের জন্য শুল্ক পরিশোধ করতে হবে।

ব্যাগেজ রুলস অনুসারে, যে সকল পণ্যের ওপর শুল্ক প্রযোজ্য নয়, সে সকল পণ্য বহনকারী যাত্রীরা সরাসরি গ্রিন চ্যানেল ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন।

এদিকে, দেশের বাজারে আজ স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে। গত রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে।

আমিনুল ইসলাম

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ