ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ওয়ালটন, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেলসহ ১৮ কোম্পানির বোর্ড সভার সময়সূচি ঘোষণা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৬ ২০:১৬:৫৯
ওয়ালটন, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেলসহ ১৮ কোম্পানির বোর্ড সভার সময়সূচি ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত গুরুত্বপূর্ণ ভিন্ন ভিন্ন ১৮টি প্রতিষ্ঠানের প্রথম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য পরিচালনা পর্ষদের বৈঠকের (বোর্ড সভা) দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র ধরে কোম্পানিগুলোর এই সভার সময়সূচি প্রকাশ করা হলো।

এই সভাগুলির মূল লক্ষ্য হলো ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা এবং বিনিয়োগকারীদের কাছে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা। এই আর্থিক ফল প্রকাশের পর বাজারের গতি প্রকৃতিতে প্রভাব পড়তে পারে বলে বিনিয়োগকারীরা এই দিনগুলোর দিকে বিশেষভাবে নজর রাখছেন।

প্রথম ধাপ: ১০ ও ১১ নভেম্বর, ২০২৫

এই সিরিজের প্রথম সভাটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। ঔষধ খাত থেকে এশিয়াটিক ল্যাবরেটিজ সেদিন সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে তাদের পর্ষদ সভা ডেকেছে।

পরের দিন, ১১ নভেম্বর, বিকাল ৩টায় সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিকন ফার্মা।

১২ নভেম্বর, ২০২৫: busiest day for Q1 results

১৮টি কোম্পানির মধ্যে সর্বাধিক ১২টি প্রতিষ্ঠানের সভা রয়েছে ১২ নভেম্বর, যা এই সময়ের সবচেয়ে ব্যস্ত দিন। এদিন বস্ত্র, বিদ্যুৎ, সিমেন্ট ও প্রকৌশল খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের ফল জানা যেতে পারে।

দুপুর ২টা ৪৫ মিনিটে সবার আগে বসবে মালেক স্পিনিং-এর পর্ষদ। এদিন দুপুর ৩টায় একই সময়ে চারটি কোম্পানি তাদের সভা করবে: ডরিন পাওয়ার, কেডিএস এক্সসরিজ, স্কয়ার টেক্সটাইল এবং স্কয়ার ফার্মা। পাশাপাশি, মোজাফফর হোসেন স্পিনিং-এর বোর্ড সভাও একই সময়ে অনুষ্ঠিত হবে।

বিকাল ৩টা ৩০ মিনিটে সভা শুরু হবে একমি ল্যাবরেটরিজ-এর। এরপর, বিকাল ৩টা ৪৫ মিনিটে বোর্ড সভা করবে রহিম টেক্সটাইল।

দিনের শেষে, বিকাল ৪টায় একই সময়ে তিনটি বড় কোম্পানির গুরুত্বপূর্ণ সভা রয়েছে—বেঙ্গল উইন্ডসোর, ওয়ালটন ইন্ডাস্ট্রিজ, এবং শাহজীবাজার পাওয়ার। এই দিনের শেষ সভাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়, যা ডেকেছে ইনডেক্স এগ্রো।

১৩ নভেম্বর, ২০২৫: সমাপ্তি পর্ব

বোর্ড সভা আহ্বানের এই ধারাবাহিকতা শেষ হবে ১৩ নভেম্বর চারটি কোম্পানির বৈঠকের মাধ্যমে। এই দিন দুপুর ৩টায় একই সময়ে ইউনিক হোটেল এবং নাভানা ফার্মা তাদের প্রথম প্রান্তিকের হিসাব পর্যালোচনা করবে।

বিকাল ৩টা ৪৫ মিনিটে বোর্ড সভা বসবে মুন্নু ফেব্রিকস-এর। এই সূচির শেষ সভাটি অনুষ্ঠিত হবে বিকাল ৪টা ৩০ মিনিটে, যা আহ্বান করেছে কনফিডেন্স সিমেন্ট।

নভেম্বরের এই দিনগুলোতে ধারাবাহিকভাবে এই ১৮টি ভিন্ন ভিন্ন খাতের কোম্পানির ত্রৈমাসিক ইপিএস প্রকাশ হলে তা পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন ও শেয়ারের দরের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ