ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

দারুন সুখবর: চালু হচ্ছে ভিসা, ঢাকা থেকেই আবেদন করা যাবে

প্রবাসী ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৬ ২২:২৮:০৭
দারুন সুখবর: চালু হচ্ছে ভিসা, ঢাকা থেকেই আবেদন করা যাবে

বেলজিয়ামের ভিসার আবেদন আর দিল্লি নয়, ঢাকাতেই জমা দেওয়া যাবে

বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য গত কয়েক মাস ধরে চলা বড় ধরনের একটি জটিলতা এবার দূর হতে চলেছে। বেলজিয়ামের ভিসা আবেদন সংক্রান্ত পরিষেবা পুনরায় ঢাকাতেই চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে সুইডেন দূতাবাসের মাধ্যমে ঢাকায় বেলজিয়ামের ভিসা সংক্রান্ত কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল। ফলে এই সময়ে বাংলাদেশের নাগরিকদের আবেদন জমা দিতে হতো দূরবর্তী গন্তব্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ভিএফএস গ্লোবাল কার্যালয়ে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে এই দীর্ঘ ও ব্যয়সাপেক্ষ যাতায়াত আবেদনকারীদের জন্য ছিল অত্যন্ত কষ্টকর।

এই মর্মে চূড়ান্ত ঘোষণা দিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বেলজিয়ামের দূতাবাস। তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে আগামী ১৬ নভেম্বর তারিখ থেকে ঢাকায় পুনরায় ভিসা আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের আর ভারতে যাওয়ার প্রয়োজন হবে না।

আবেদনের নতুন কেন্দ্র ও সময়সূচি

বেলজিয়াম দূতাবাস কর্তৃক জানানো হয়েছে, আবেদনপত্র দাখিলের জন্য নির্দিষ্ট কেন্দ্রের ঠিকানাটি হলো: ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত ৫১/বি ঠিকানার বোরাক মেহনূর ভবনের সপ্তম তলা (লেভেল ৭)।

কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে যে ভিসা প্রত্যাশীদের অবশ্যই পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে। নতুন এই পরিষেবা কেন্দ্রে রোববার থেকে সোমবার পর্যন্ত প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ