Alamin Islam
Senior Reporter
জাহানারা কাণ্ডে নতুন মোড়: মঞ্জুরুল-জ্যোতির বিরুদ্ধে মুখ খুললেন রুমানা
নারী ক্রিকেটে পেসার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ দেশের ক্রীড়াঙ্গনে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। এই উত্তেজনার মধ্যেই এবার মুখ খুলেছেন দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি বর্তমান দলনেতা নিগার সুলতানা জ্যোতি এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। রুমানা মূলত তার দল থেকে অপসারণ এবং টিম ম্যানেজারের চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
সুপরিকল্পিত চেষ্টায় দল থেকে অপসারণ!
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা জোরালোভাবে দাবি করেন, জ্যোতি অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চালান। একপর্যায়ে এই চেষ্টায় তিনি সফলও হন। রুমানা বলেন, "ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটা সে সফল হয়েছে।" সাবেক এই ক্রিকেটারের আক্ষেপ, টিম ম্যানেজমেন্ট যখন তাকে পারফর্মার হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন স্রেফ 'আনফিট' কারণ দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
মঞ্জুরুলের চরিত্র নিয়ে প্রশ্ন, দীর্ঘকাল ধামাচাপা থাকার অসন্তোষ
টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ দীর্ঘদিন ধরে গোপন থাকার বিষয়টিতে রুমানা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি মঞ্জুরুলের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিষয়টি এত দিন চেপে রাখাটা তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও ইঙ্গিত দেন যে, মঞ্জুরুল 'এমন আচরণের' জন্য আগেও পরিচিত ছিলেন, "আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। আর ওনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের।" তবে, জাহানারার সঙ্গে হওয়া কোনো ঘটনা তিনি নিজে দেখেননি বলেও স্পষ্ট জানান।
দল গঠনে স্বজনপ্রীতি ও আনুগত্যের শর্ত
দল গঠন প্রক্রিয়া প্রসঙ্গে রুমানা আহমেদ বর্তমান অধিনায়কের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও পক্ষপাতের অভিযোগ আনেন। তার ভাষ্যমতে, জ্যোতি মূলত জুনিয়র খেলোয়াড়দের নিয়ে দল তৈরি করেন। সেই স্কোয়াডে সুযোগ মেলে শুধু তাদেরই, যারা অধিনায়কের বশীভূত হয়ে কাজ করে বা তার 'আনুগত্য' স্বীকার করে। অনেক ক্রিকেটারই দলে টিকে থাকার স্বার্থে স্বেচ্ছায় এমনটা করে থাকেন বলেও দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন যুগের সূচনা: বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- শেয়ার বাজারে কারসাজি: ২২ বিনিয়োগকারীকে ৪০০ কোটি টাকার দণ্ডাদেশ হাইকোর্টে বহাল
- আজকের সোনার দাম: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জেনে নিন
- শেয়ার বাজারে কারসাজি: ১৩ পক্ষকে প্রায় ১৩ কোটি টাকা জরিমানা বিএসইসির
- আজ আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া ম্যাচ: খেলাটি সরাসরি (Live) দেখার সহজ উপায়
- "তোর পি ‘রি’য়ড শেষ হলে চলে আসিস!" – বাংলাদেশের নারী ক্রিকেটারকে যৌ‘ন নির্যা‘তন
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া লাইভ: সরাসরি দেখুন (Live)
- আর্জেন্টিনা বনাম তিউনিসিয়া: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- নতুন পে স্কেল: চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে
- সামিট অ্যালায়েন্স পোর্টের লভ্যাংশ ও ইপিএসে চমক
- ওয়াটা কেমিক্যালসের শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
- ন্যাশনাল টিউবসের নগদ লভ্যাংশ ঘোষণা