ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ফারইস্ট নিটিং, বিডি থাই ফুড ও স্টাইলক্রাফ্টের ইপিএস প্রকাশ

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ১৩ ১৮:১৭:১৬
ফারইস্ট নিটিং, বিডি থাই ফুড ও স্টাইলক্রাফ্টের ইপিএস প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান—বস্ত্র খাতের ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ও স্টাইলক্রাফ্ট লিমিটেড এবং খাদ্য খাতের বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড—তাদের চলতি হিসাববছরের প্রথম ত্রৈমাসিকের (জুলাই’২৫ থেকে সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করেছে। এই ফলাফলে ফারইস্ট নিটিং আয় থেকে লোকসানে বড় ধরনের মোড় নিলেও, স্টাইলক্রাফ্টের নগদ কার্যকরী প্রবাহে নাটকীয় উন্নতি পরিলক্ষিত হয়েছে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনগুলো পর্যালোচনা ও অনুমোদনের পর তথ্য প্রকাশ করা হয়।

১. ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড: আয় থেকে লোকসানের খাদে

বস্ত্র খাতের এই প্রতিষ্ঠানটি তাদের আর্থিক পারফরম্যান্সে তীব্র অবনতি দেখিয়েছে।

শেয়ার প্রতি লোকসান: চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৯১ পয়সা লোকসান হয়েছে। যা গত বছর একই সময়ে অর্জিত শেয়ার প্রতি ৩৮ পয়সা আয়ের তুলনায় সম্পূর্ণ বিপরীত এবং বড় নেতিবাচক পরিবর্তন।

শেয়ার প্রতি ক্যাশফ্লো: ইপিএস-এ বড় ধরনের লোকসান হওয়া সত্ত্বেও, ক্যাশফ্লো ৩৪ পয়সা থেকে বেড়ে ৪৪ পয়সা হয়েছে।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস): আলোচ্য সময়ে এনএভিপিএস ছিল ২০ টাকা ৪৬ পয়সা।

২. বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড: লোকসানের বোঝা বৃদ্ধি

খাদ্য ও পানীয় খাতের বিডি থাই ফুডও মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে।

শেয়ার প্রতি লোকসান: চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি মাত্র ৩ পয়সা আয় করেছিল।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস): আলোচ্য সময়ে এনএভিপিএস হয়েছে ১১ টাকা ৯২ পয়সা।

৩. স্টাইলক্রাফ্ট লিমিটেড: আয়ে সামান্য পতন, ক্যাশফ্লো-তে বিশাল অগ্রগতি

বস্ত্র খাতের স্টাইলক্রাফ্টের আয় প্রায় অপরিবর্তিত থাকলেও, নগদ প্রবাহে বড় পরিবর্তন এসেছে।

শেয়ার প্রতি আয় (ইপিএস): কোম্পানিটির ইপিএস গত বছরের ৩ পয়সা থেকে কমে সামান্য ১ পয়সা হয়েছে।

শেয়ার প্রতি ক্যাশফ্লো: এই প্রান্তিকে নগদ কার্যকরী প্রবাহ ১ পয়সা থেকে লাফ দিয়ে ১ টাকা ৬৩ পয়সায় উন্নীত হয়েছে।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস): আলোচ্য সময়ে এনএভিপিএস ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ