ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ইউক্রেন বনাম ফ্রান্স: এমবাপের জোড়া গোলে শেষ ম্যাচ, জানুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ১৪ ১০:১৪:৫০
ইউক্রেন বনাম ফ্রান্স: এমবাপের জোড়া গোলে শেষ ম্যাচ, জানুন ফলাফল

ক্লাব ও জাতীয় দলের হয়ে অপ্রতিরোধ্য ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপে ইউক্রেনের বিরুদ্ধে আরও একবার নিজের ঝলক দেখালেন। পেশাদার ক্যারিয়ারে ৪০০তম গোল পূর্ণ করার রাতে তিনি জালের দেখা পেলেন দু’বার। তার দুর্দান্ত জোড়া গোলের সুবাদে ফরাসিরা ৪-০ ব্যবধানের এক দাপুটে জয় তুলে নিল। এই বিশাল জয়ে দিদিয়ের দেশমের দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে খেলার ছাড়পত্র অর্জন করল।

ঐতিহাসিক পার্ক দ্য প্রিন্সেসের মাঠে খেলা শুরুর আগে ছিল এক গভীর মুহূর্ত। ২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সে ঘটে যাওয়া জঙ্গি হামলায় নিহত ১৩২ জন মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও স্টেডিয়ামের মাইকে রাশিয়ার চলমান আগ্রাসনের মুখে ইউক্রেনের প্রতিও একাত্মতা প্রকাশ করা হয়।

দ্বিতীয়ার্ধে বাঁধ ভাঙা আক্রমণ

এরপরে খেলা শুরু হলে স্বাগতিক ফরাসিরা বলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারা ৬৭ শতাংশ বল পজেশন ধরে রেখে প্রতিপক্ষের দিকে ২৩টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্য বরাবর। আশ্চর্যের বিষয়, সফরকারী ইউক্রেন গোলের দিকে একটিও শট নিতে পারেনি। প্রথমার্ধে ইউক্রেন গোলরক্ষক আনতোলি ট্রুবিন এমবাপে ও বারকোলাদের শট ঠেকিয়ে প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে সেই প্রতিরক্ষা ভেঙে পড়ে।

৫৩ মিনিটের মাথায় এমবাপের পেনাল্টি গোলে ম্যাচের জট খোলে। মাইকেল ওলিসেকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে রিয়াল তারকা পানেনকা শটে লক্ষ্যভেদ করেন। ৭৬ মিনিটে সতীর্থের পাস ধরে বাঁ পায়ের নিচু শটে গোল করে মাইকেল ওলিসে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

রেকর্ডের পথে ছুটছেন ফরাসি স্ট্রাইকার

এর মিনিট সাতেক পর, অর্থাৎ ৮৩ মিনিটে এমবাপে তার দ্বিতীয় গোলটি করেন। এটি তার ৯৪ ম্যাচে ফ্রান্স জাতীয় দলের হয়ে ৫৫তম গোল। সর্বোচ্চ গোলের নজির গড়া অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র দুটি গোল দরকার। এই নৈপুণ্যের মাধ্যমেই ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার পেশাদার ক্যারিয়ারে ৪০০ গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছলেন। চলতি মৌসুমে তিনি সবমিলিয়ে ২০ ম্যাচে ২৮ গোলে সরাসরি অবদান রেখেছেন।

বদলি হিসেবে নামা হুগো একিতিকে ৮৮ মিনিটে এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে একটি গোল করে ৪-০ ব্যবধানের জয়টি নিশ্চিত করেন।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র থেকে ১৩ পয়েন্ট অর্জন করে ‘ডি’ গ্রুপের সর্বোচ্চ স্থানে থাকা ফ্রান্স বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করল। অন্যদিকে, সমান ম্যাচে আইসল্যান্ড ও ইউক্রেন ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। তলানিতে থাকা আজারবাইজান মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপে অবস্থান করছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ