Alamin Islam
Senior Reporter
সার্ভিকাল কলারে মোড়া শুভমন গিল, হাসপাতালে ভর্তি
ভারতীয় ক্রিকেট দলে এখন যেন চোটের মহামারী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ে ক্যাচ ধরার সময় মারাত্মকভাবে আহত হয়ে শ্রেয়স আইয়ারকে আইসিইউতে পর্যন্ত থাকতে হয়েছিল। সেই দুশ্চিন্তার আবহেই নতুন করে উদ্বেগ বাড়ালেন টেস্ট দলের ক্যাপ্টেন শুভমন গিল। একাধিক সূত্র জানাচ্ছে, ঘাড়ের পেশিতে টান লাগায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এর ফলে টেস্ট সিরিজ়ের বাকি অংশ থেকে তাঁর ছিটকে যাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।
মাঠ ছাড়তে বাধ্য তিন বলের পরই: নেক স্প্যাজ়ম কী?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের মাঝে এই শারীরিক বিপর্যয় ঘটে। ব্যাটিংয়ের সময় দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মারের বলে স্লগ সুইপ মারতে গিয়ে তাঁর ঘাড়ের পেশীতে তীব্র টান লাগে। অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি মাত্র তিনটি বল খেলে ক্রিজ ছাড়তে বাধ্য হন এবং এরপর আর ব্যাট করতে নামেননি।
ঘটনার পর পরই টিমের ফিজ়িও ছুটে আসেন। পরে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)-এর পক্ষ থেকে জানানো হয় যে শুভমন 'নেক স্প্যাজ়মে' (Neck Spasm) আক্রান্ত হয়েছেন এবং তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন।
সার্ভিকাল কলার ও স্ট্রেচার: অবনতি হলো পরিস্থিতির
যদিও প্রাথমিক রিপোর্টকে উপেক্ষা করে সন্ধ্যার দিকে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে বিভিন্ন মহল থেকে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, তীব্র কষ্টের কারণে তাঁকে স্ট্রেচারে করে তোলা হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ঘাড়কে স্থিতিশীল রাখতে একটি সার্ভিকাল কলার পরানো হয়েছে। জানা গিয়েছে, এই বেসরকারি চিকিৎসালয়ে তিনি শনিবার রাতটা থাকবেন। ভারতের বিপর্যয়ের মুহূর্তেও তিনি ব্যাট করতে পারেননি, যা কিংবদন্তি গাভাসকরের দাবি অনুযায়ী চোটের 'গুরুতর' প্রকৃতির ইঙ্গিত দেয়।
বোলিং কোচের ভাষ্য: পেশীর টানের উৎস কোথায়?
শুভমনের আঘাতের তীব্রতা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন দলের বোলিং কোচ মর্নি মর্কেল এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, “কীভাবে ওঁর গ্রীবাদেশের পেশীতে এই টান লাগলো, তা আগে আমাদের জানতে হবে। দেখতে হবে এটি অত্যধিক ওয়ার্কলোডের কারণে হয়েছে, নাকি রাতে ঠিকমতো ঘুম না হওয়ার ফল। গিল এমনিতে খুবই ফিট ক্রিকেটার। কিন্তু আজ সকালে শক্ত ঘাড়ের পেশী নিয়েই সে ঘুম থেকে ওঠে এবং ম্যাচেও নামে।”
ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, এই প্রথম টেস্ট সম্ভবত তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে। তবে, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দলের এই গুরুত্বপূর্ণ সদস্য বাকি টেস্ট ম্যাচগুলিতে অংশ নিতে পারবেন কি না।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- ৩টি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়
- হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন তারেক রহমান, দেখে চমকে যাবেন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, জানুন কবে হবে?
- হুহু করে কমল সোনা-রুপার দাম: ২২ ক্যারেট মিলছে ১ লক্ষ ২৮ হাজার টাকায়
- রুমিন ফারহানা ও ৮ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
- খালেদা জিয়ার বিদায়, অবিশ্বাস্য ভাবে যা বললেন শেখ হাসিনা
- খালেদা জিয়ার শূন্য ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন যারা: জানালেন সালাহউদ্দিন
- জানা গেল খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে ও জানাজার সময়
- মুস্তাফিজকে আইপিএল খেলতে দেয়া হবে কিনা জানিয়ে দিল বিসিসিআই
- শেয়ারবাজার থেকে তারেক রহমানের যত টাকা আয়
- হলফনামায় যত টাকার অর্থ সম্পদ দেখালেন এনসিপির সারজিস আলম
- আজকের সোনার দাম:(বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫)
- ১২ কেজি এলপিজি এখন ১৮০০ টাকা: কেন কাটছে গ্রাহকের পকেট? জানুন কারণ
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে