ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

আজকের খেলার সময়সূচি: মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ০৮:৫৬:৪৭
আজকের খেলার সময়সূচি: মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স

আজকের ক্রীড়া বিশ্বে এক জমজমাট দিন। একদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে বাংলাদেশের লেগ-স্পিনিং সেনসেশন রিশাদ হোসেনের লড়াই, অন্যদিকে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ঐতিহাসিক অ্যাশেজের লড়াইয়ে আজ মেতে উঠবে ক্রিকেট বিশ্ব। এছাড়া ফুটবল প্রেমীদের জন্য থাকছে উয়েফা কনফারেন্স লিগের টানটান উত্তেজনা।

আজ ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার টিভি পর্দার সরাসরি সম্প্রচারিত খেলার সূচি নিচে তুলে ধরা হলো:

আজকের খেলার সময়সূচি

টুর্নামেন্ট / সিরিজম্যাচ / দলসময় (বাংলাদেশ)টিভি চ্যানেল
মাউন্ট মঙ্গানুই টেস্ট (১ম দিন) নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ভোর ৪:০০ টা সনি স্পোর্টস ৫
অ্যাডিলেড টেস্ট (২য় দিন) অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (অ্যাশেজ) ভোর ৫:৩০ টা স্টার স্পোর্টস ১
বিগ ব্যাশ লিগ (বিবিএল) মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেন্স (রিশাদ হোসেনের ম্যাচ) দুপুর ২:১৫ মি. স্টার স্পোর্টস ২
আইএল টি-টোয়েন্টি নাইট রাইডার্স বনাম জায়ান্টস রাত ৮:৩০ মি. টি স্পোর্টস
উয়েফা কনফারেন্স লিগ সেলিয়ে বনাম শেলবোর্ন রাত ২:০০ টা (দিবাগত) সনি স্পোর্টস ১
উয়েফা কনফারেন্স লিগ মাইনৎস বনাম সামসুনস্পোর রাত ২:০০ টা (দিবাগত) সনি স্পোর্টস ২

খেলার বিস্তারিত হাইলাইটস

রিশাদের ওপর বিশেষ নজর

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আজ সবার নজর থাকবে বাংলাদেশি তারকা রিশাদ হোসেনের ওপর। মেলবোর্ন স্টারসের বিপক্ষে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তার দল হোবার্ট হারিকেন্স। প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে আজও বল হাতে জাদু দেখানোর অপেক্ষায় এই লেগ-স্পিনার। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

টেস্ট ক্রিকেটের ডাবল ডোজ

সকাল থেকেই শুরু হচ্ছে সাদা পোশাকের লড়াই। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, অ্যাডিলেডে দিন-রাতের অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জো রুট-বেন স্টোকসদের ইংল্যান্ড।

টি-টোয়েন্টি ও ফুটবল রোমাঞ্চ

সন্ধ্যার পর ক্রিকেট প্রেমীদের ব্যস্ত রাখবে আইএল টি-টোয়েন্টি। দুবাইয়ের এই আসরে মুখোমুখি হবে নাইট রাইডার্স ও জায়ান্টস। আর ফুটবল ভক্তদের জন্য গভীর রাত ২টায় রয়েছে ইউরোপিয়ান আসর উয়েফা কনফারেন্স লিগের দুটি আকর্ষণীয় ম্যাচ।

বিশেষ দ্রষ্টব্য: আবহাওয়া বা কারিগরি কারণে টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার সূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আনতে পারে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ