ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ইকামা ও ওয়ার্ক পারমিট নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

প্রবাসী ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৩ ১১:৩১:২৮
ইকামা ও ওয়ার্ক পারমিট নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবের শ্রমবাজারে থাকা বিদেশি কর্মীদের জন্য এক পশলা স্বস্তির বৃষ্টি হয়ে এলো সরকারের নতুন সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে আয়োজিত এক ক্যাবিনেট মিটিংয়ে বড় ঘোষণা এসেছে। এখন থেকে দেশটির লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রবাসীদের ‘ইকামা’ ও ‘ওয়ার্ক পারমিট’ নবায়নের জন্য কোনো ফি গুনতে হবে না। প্রায় সাত-আট বছর পর প্রবাসী কর্মীদের জন্য এ ধরনের বড় ছাড় দিল রাজকীয় সরকার।

তেল-পরবর্তী অর্থনীতির পথে বড় পদক্ষেপ

মূলত 'ভিশন ২০৩০' কে সামনে রেখেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে। সৌদি আরবের শিল্প ও খনিজসম্পদ মন্ত্রী বান্দার আল-খোরায়েফ জানিয়েছেন, দেশটির অর্থনীতিকে তেলের ওপর থেকে সরিয়ে শিল্প ও রপ্তানি নির্ভর করার যে পরিকল্পনা রয়েছে, এই সিদ্ধান্ত তাকে আরও ত্বরান্বিত করবে। এর ফলে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক খরচ অনেকাংশে কমে যাবে।

প্রযুক্তিনির্ভর আগামীর হাতছানি

অর্থনীতিবিদদের মতে, ইকামার উচ্চমূল্য পরিশোধের দুশ্চিন্তা থেকে মালিকপক্ষ মুক্তি পাওয়ায় সেই সাশ্রয়কৃত অর্থ এখন আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের পথ খুলবে। কারখানাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অটোমেশনের ব্যবহার বাড়বে। এতে করে সৌদি আরবের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং বিদেশি বিনিয়োগকারীরা সৌদিতে ব্যবসা করতে আরও আগ্রহী হবেন।

প্রবাসীদের জীবনে স্বস্তির হাওয়া

ইকামার চড়া ফি নিয়ে সৌদি প্রবাসীদের মধ্যে দীর্ঘদিনের যে চাপা দুশ্চিন্তা ছিল, এই অনুমোদনের মাধ্যমে তার অবসান ঘটল। বিশেষ করে যারা শিল্প উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা ও খনিজ উত্তোলন খাতে শ্রম দিচ্ছেন, তাদের জন্য এটি পেশাগত স্থিতিশীলতার এক বড় সুযোগ। এর ফলে প্রবাসীদের জীবনযাত্রার মান বাড়বে এবং তারা দীর্ঘমেয়াদে দেশটিতে কাজ করার মানসিক সাহস পাবেন।

সৌদি সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত কেবল শিল্প খাতের উন্নয়নই নয়, বরং দেশটির সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ