ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে হৃদয় বিদারক ‘চিরকুট’

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১০:৪৯:০৩
পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে হৃদয় বিদারক ‘চিরকুট’

কিশোরগঞ্জের মানুষের মুখে মুখে এখন একটিই আলোচনা—ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সের অবিশ্বাস্য প্রাপ্তি। দীর্ঘ ১১২ দিন (৩ মাস ২৭ দিন) পর মসজিদের ১৩টি লোহার সিন্দুক খোলার পর এবার টাকার পরিমাণ ছাড়িয়ে গেছে ১১ কোটি ৭৮ লাখ। তবে এই বিশাল অঙ্কের নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের চেয়েও মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে সিন্দুকের ভেতর পাওয়া একটি ছোট চিরকুট। যেখানে লেখা ছিল— ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’

সিন্দুক খুলতেই বেরোল ৩৫ বস্তা টাকা

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকেই কিশোরগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় ঐতিহাসিক এই দানবাক্সগুলো খোলার প্রক্রিয়া। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার সরাসরি তত্ত্বাবধানে সিন্দুকগুলো উন্মুক্ত করা হয়। দানবাক্স থেকে একে একে বেরিয়ে আসে রেকর্ড ৩৫ বস্তা দেশি-বিদেশি মুদ্রা।

গণনা শেষে দেখা যায়, সিন্দুকগুলো থেকে সংগৃহীত হয়েছে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এই বিশাল অর্থরাশি গণনার কাজে দিনভর ব্যস্ত সময় পার করেন কয়েকশ মাদ্রাসা শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের একদল কর্মকর্তা।

ফেসবুক কাঁপাচ্ছে ‘হাদী হত্যার’ বিচারের দাবি

মসজিদের দানবাক্সে মানুষ সাধারণত বিপদমুক্তির বা মনোবাঞ্ছা পূরণের আরজি জানিয়ে চিরকুট লিখে থাকেন। তবে এবার টাকার ভিড়ে পাওয়া একটি বিশেষ চিরকুট নজর কেড়েছে সবার। চিরকুটটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে জনৈক দাতা কোনো জাগতিক চাহিদার বদলে ‘হাদী’ নামের এক ব্যক্তির হত্যার প্রকাশ্য বিচার দাবি করেছেন। দাতার এমন ব্যতিক্রমী প্রার্থনা উপস্থিত গণনা কর্মীদেরও আবেগপ্রবণ করে তোলে।

নির্মিত হবে ৩০ হাজার মুসল্লির ধারণক্ষমতার মসজিদ

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, "পাগলা মসজিদ কেবল মুসলমানদের নয়, বরং সব ধর্মাবলম্বীর কাছেই এক আস্থার নাম। এই বিপুল অর্থ মূলত মসজিদের উন্নয়নেই ব্যয় হবে।" তিনি আরও জানান, এই স্থানে একটি আধুনিক ও নান্দনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের প্রস্তুতি প্রায় শেষ। নতুন নকশা অনুযায়ী এখানে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন, যা এই অঞ্চলের অন্যতম বৃহৎ স্থাপনা হতে যাচ্ছে।

দানে ছাড়িয়ে যাচ্ছে আগের রেকর্ড

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট দানবাক্সগুলো থেকে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল, যা এখন পর্যন্ত এককালীন সর্বোচ্চ প্রাপ্তি। সেইবার ৫ শতাধিক মানুষের নিরলস পরিশ্রমে প্রায় সাড়ে ১১ ঘণ্টা সময় লেগেছিল টাকার হিসাব মেলাতে। জনশ্রুতি আছে, এই মসজিদে ভক্তিভরে দান করলে মানুষের মনের বাসনা পূর্ণ হয়; আর সেই বিশ্বাস থেকেই প্রতিদিন হাজারো মানুষ এখানে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার দান করেন।

আল-মামুন/

ট্যাগ: পাগলা মসজিদ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্স পাগলা মসজিদের টাকা গণনা ২০২৫ পাগলা মসজিদে ১১ কোটি টাকা পাগলা মসজিদের চিরকুট হাদী হত্যার বিচার চেয়ে চিরকুট পাগলা মসজিদের দানবাক্সে ৩৫ বস্তা টাকা কিশোরগঞ্জ পাগলা মসজিদের খবর পাগলা মসজিদের নতুন খবর পাগলা মসজিদের দানবাক্স খোলা ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ ডিসি আসলাম মোল্লা পাগলা মসজিদ পাগলা মসজিদের রেকর্ড দান পাগলা মসজিদের অলৌকিক ঘটনা পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণ Pagla Mosque Kishoreganj Pagla Masjid Donation Box Pagla Mosque Money Counting 2025 Pagla Mosque 11 Crore Donation Justice for Hadi Note Pagla Mosque Pagla Masjid Chirkut Viral Kishoreganj Pagla Masjid News Pagla Mosque 35 Sacks of Money Historic Pagla Mosque Bangladesh Pagla Mosque Donation Record Pagla Masjid Donation Box Opening Kishoreganj News Today Pagla Mosque New Complex Plan DC Kishoreganj Pagla Mosque Bangladesh Mosque Donation Record পাগলা মসজিদের দানবাক্সে এবার কত টাকা পাওয়া গেল? পাগলা মসজিদের চিরকুটে কী লেখা ছিল? হাদী হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদে চিরকুট কিশোরগঞ্জ পাগলা মসজিদের টাকার হিসাব ২০২৫ How much money in Pagla Mosque donation box today? Viral note in Pagla Mosque donation box

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ