ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল, জানা গেল সর্বশেষ অবস্থা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১৬:৩৫:১২
অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল, জানা গেল সর্বশেষ অবস্থা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম রয়্যালস শিবিরে আকস্মিক এক চোটের আতঙ্ক ছড়িয়েছিল। অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে দলের তারকা বোলার শরিফুল ইসলামকে। তবে নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, এই বাঁহাতি পেসারের আঘাত আশঙ্কাজনক নয়।

দুর্ঘটনার প্রেক্ষাপট:

মাঠের লড়াইয়ে টানা দুই দিন ব্যস্ত সময় কাটানোর পর আজ বিশ্রাম ছিল বিপিএলের সূচিতে। তবে এই বিরতিতেও হাত-পা গুটিয়ে বসে থাকেনি চট্টগ্রাম রয়্যালস। সিলেটের আউটার স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যেই অনুশীলনে নেমেছিল দলটি। সেখানেই ঘটে বিপত্তি। ফিল্ডিং বা প্র্যাকটিস সেশনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে জোরালো সংঘর্ষ হয় শরিফুলের। আঘাতটি সরাসরি তার মাথার এক পাশে লাগায় তাৎক্ষণিক উদ্বেগের সৃষ্টি হয়। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল ও ম্যানেজমেন্টের বক্তব্য:

শরিফুলের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন চট্টগ্রামের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক এবং ভয়ের কোনো কারণ নেই। শরিফুলের মাথায় প্রয়োজনীয় স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেই রিপোর্টে কোনো প্রকার জটিলতা বা অভ্যন্তরীণ সমস্যা ধরা পড়েনি। অর্থাৎ বড় কোনো ঝুঁকি ছাড়াই শরিফুল বিপদমুক্ত আছেন।

চট্টগ্রামের দাপুটে পথচলা:

টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বিসিবির প্রশাসনিক নাটকীয়তা আর ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে নানা টানাপোড়েন ছিল চট্টগ্রামের ক্রিকেট অঙ্গনে। তবে মাঠের খেলায় সেসবের রেশ পড়তে দেননি ক্রিকেটাররা। উদ্বোধনী ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬৫ রানের বিশাল জয় পায় চট্টগ্রাম। সেই জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শরিফুল। কিপটে বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি তুলে নিয়েছিলেন ২ উইকেট।

ফর্মে থাকা এই পেসারের চোট সাময়িক অস্বস্তি তৈরি করলেও, স্ক্যান রিপোর্ট ভালো আসায় স্বস্তি ফিরেছে চট্টগ্রাম রয়্যালসের ডেরায়।

আল-মামুন/

ট্যাগ: বিপিএল ২০২৫ শরিফুল ইসলাম Cricket News Chattogram Royals Shoriful Islam BPL 2025 Update চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস শরিফুলের চোট বিপিএল নিউজ হাবিবুল বাশার সুমন পেসার শরিফুল ইসলাম শরিফুল ইসলামের চোট শরিফুলের ইনজুরি চট্টগ্রাম রয়্যালস নিউজ অনুশীলনে আহত শরিফুল মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল বিপিএল প্র্যাকটিস সেশনে দুর্ঘটনা সিলেটের আউটার স্টেডিয়ামে দুর্ঘটনা শরিফুলের শারীরিক অবস্থা শরিফুল ইসলামের স্ক্যান রিপোর্ট শরিফুল কি বিপিএল থেকে ছিটকে গেলেন? শরিফুলের চোট কতটা গুরুতর? BPL Injury Shoriful Islam Injury Update মাথায় চোট হাসপাতালে শরিফুল Shoriful Islam injury Shoriful Islam head injury BPL 2025 news Shoriful Islam health update Shoriful Islam hospitalized Shoriful Islam injury update BPL Shoriful Islam scan report Chattogram Royals player injury Habibul Bashar on Shoriful Islam Cricket practice accident Sylhet What happened to Shoriful Islam? Is Shoriful Islam playing next match? Shoriful Islam injury during BPL practice Chattogram Royals latest news

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ