ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৩:৩১:৫৫
খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়

দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের পাশাপাশি শোকাতুর হৃদয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে কেবল শোক প্রকাশই নয়, বরং দেশের তরে তার রাজনৈতিক অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন সাকিব।

স্মৃতিচারণ ও সাকিবের বার্তা

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে একটি আবেগঘন বার্তা দেন সাকিব আল হাসান। সেখানে তিনি বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় পরলোকগমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার শোকসন্তপ্ত পরিবার ও নিকটজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

দেশের ক্রান্তিলগ্নে বেগম জিয়ার ভূমিকার প্রশংসা করে সাকিব আরও উল্লেখ করেন, ‘সুদীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দেশের কল্যাণে বহু গুরুত্বপূর্ণ কাজ ও অনবদ্য অবদান রেখে গেছেন। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। দেশবাসীর কাছে উনার জন্য দোয়া চাইছি।’

হাসপাতালের দিনলিপি ও শেষ বিদায়

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার নিউমোনিয়া ধরা পড়ে এবং আগে থেকেই তিনি লিভার, কিডনি, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের মতো জটিলতায় ভুগছিলেন। অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে আইসিইউ-তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সব ধরনের চিকিৎসা প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

থমকে গেছে খেলার মাঠ

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ও বাফুফে। রাষ্ট্রীয় এই শোকের আবহে আজ বিপিএলের পূর্বনির্ধারিত ম্যাচ দুটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ফুটবল ফেডারেশনও তাদের আজকের সকল মাঠের লড়াই স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সাকিবের পাশাপাশি তামিম-মুশফিকসহ ক্রীড়া জগতের অসংখ্য তারকা তাদের নিজ নিজ সামাজিক মাধ্যমে এই নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আল-মামুন/

ট্যাগ: বাফুফে সাকিব আল হাসান বিসিবি তামিম ইকবাল মুশফিকুর রহিম Shakib Al Hasan এভারকেয়ার হাসপাতাল Khaleda Zia খালেদা জিয়ার মৃত্যু সংবাদ বেগম খালেদা জিয়া আর নেই খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোকবার্তা সাকিব আল হাসানের ফেসবুক স্ট্যাটাস খালেদা জিয়া খালেদা জিয়ার অবদান নিয়ে সাকিবের মন্তব্য সাকিব আল হাসান ও খালেদা জিয়া নিউজ তামিম ইকবালের শোকবার্তা খালেদা জিয়া মুশফিকুর রহিমের ফেসবুক পোস্ট খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু খালেদা জিয়ার মৃত্যুর কারণ খালেদা জিয়া আইসিইউ নিউজ খালেদা জিয়ার শারীরিক অবস্থার শেষ খবর বিপিএল ম্যাচ স্থগিত আজ খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল বন্ধ বিসিবি ও বাফুফের শোক প্রকাশ কেন বিপিএল খেলা স্থগিত হলো ক্রীড়াঙ্গনে শোকের ছায়া খালেদা জিয়ার মৃত্যু বেগম খালেদা জিয়ার অবদান বিপিএল স্থগিত খালেদা জিয়ার জানাজা সাকিবের ফেসবুক স্ট্যাটাস আজ বিপিএল খেলা কি বন্ধ Khaleda Zia death news Former PM Khaleda Zia passed away Shakib Al Hasan tribute to Khaleda Zia Shakib Al Hasan Facebook post Khaleda Zia Khaleda Zia contribution Shakib Al Hasan Bangladesh sports stars on Khaleda Zia death Tamim Iqbal Mushfiqur Rahim Khaleda Zia news BPL matches postponed today BPL match status 30 December BCB reaction on Khaleda Zia death BFF match cancelled today BPL news update Khaleda Zia Khaleda Zia Evercare Hospital update How did Khaleda Zia die? Khaleda Zia death date 30 December

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ