Alamin Islam
Senior Reporter
সাধারণ ছুটি ও তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
দেশের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।
রাষ্ট্রীয় শোক ও দাফনের প্রস্তুতি
মন্ত্রিপরিষদ সচিব জানান, ৩১ ডিসেম্বর থেকে শুরু করে ২ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে।
বুধবার সাধারণ ছুটি ও প্রশাসনিক সিদ্ধান্ত
সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দাফন ও জানাজার প্রক্রিয়ার বিষয়ে আজ দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই যাবতীয় সময়সূচী চূড়ান্ত করা হবে। তবে সচিব জানান, প্রাথমিকভাবে আগামীকাল জোহরের নামাজের পর জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।
হাসপাতাল থেকে সংসদ ভবন: শেষ যাত্রা
দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তার মরদেহ সেখানেই হিমঘরে রাখা হয়েছে।
আগামীকাল সকালে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করবে। সাধারণ মানুষের ভিড় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে মূল সড়ক ব্যবহার করে মরদেহ নিয়ে যাওয়া হবে। এর ফলে যাতায়াতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে ধারণা করছে প্রশাসন।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রোগভোগের পর এই মহীয়সী নেত্রীর বিদায়ে জাতি এক প্রভাবশালী ব্যক্তিত্বকে হারালো।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- তারেক রহমান দেশে ফিরেই বিএনপির প্রার্থী তালিকায় করলেন বড় রদবদল, দেখুন তালিকা
- বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন যারা,দেখুন তালিকা
- আরও ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বাদ পড়লেন যারা, দেখুন তালিকা
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল, দেখুন তালিকা
- খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি, দেখুন তালিকা
- বিপিএল লাইভ-চট্টগ্রাম বনাম রংপুর: চলছে ম্যাচ, সরাসরি দেখুন Live
- খালেদা জিয়ার ৩ আসনে নাটকীয়তা: বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যারা
- ২০২৬ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ: মোট ৬৪ দিনের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার
- এ' থেকে 'বি' ক্যাটাগরিতে অবনমন হলো তালিকাভুক্ত কোম্পানি
- চলছে নোয়াখালী বনাম রাজশাহী ম্যাচ: খেলাটি সরাসরি Live দেখুন এখানে
- খালেদা জিয়াকে নিয়ে করা মাশরাফির ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- শরিকদের যত আসন ছাড় দিল জামায়াত
- চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স: সরাসরি Live দেখবেন যেভাবে