ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

সাধারণ ছুটি ও তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৪:৩২:৪৩
সাধারণ ছুটি ও তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দেশের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান।

রাষ্ট্রীয় শোক ও দাফনের প্রস্তুতি

মন্ত্রিপরিষদ সচিব জানান, ৩১ ডিসেম্বর থেকে শুরু করে ২ জানুয়ারি পর্যন্ত টানা তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে।

বুধবার সাধারণ ছুটি ও প্রশাসনিক সিদ্ধান্ত

সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দাফন ও জানাজার প্রক্রিয়ার বিষয়ে আজ দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই যাবতীয় সময়সূচী চূড়ান্ত করা হবে। তবে সচিব জানান, প্রাথমিকভাবে আগামীকাল জোহরের নামাজের পর জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।

হাসপাতাল থেকে সংসদ ভবন: শেষ যাত্রা

দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তার মরদেহ সেখানেই হিমঘরে রাখা হয়েছে।

আগামীকাল সকালে মরদেহবাহী গাড়িটি হাসপাতাল থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করবে। সাধারণ মানুষের ভিড় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে মূল সড়ক ব্যবহার করে মরদেহ নিয়ে যাওয়া হবে। এর ফলে যাতায়াতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে বলে ধারণা করছে প্রশাসন।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রোগভোগের পর এই মহীয়সী নেত্রীর বিদায়ে জাতি এক প্রভাবশালী ব্যক্তিত্বকে হারালো।

আল-মামুন/

ট্যাগ: বিএনপি সাধারণ ছুটি BNP news BNP বেগম খালেদা জিয়া Khaleda Zia news Khaleda Zia death news খালেদা জিয়ার মৃত্যু বিএনপি চেয়ারপারসনের মৃত্যু Begum Khaleda Zia passes away খালেদা জিয়ার জানাজা খালেদা জিয়ার দাফন ৩ দিনের রাষ্ট্রীয় শোক খালেদা জিয়ার জানাজার সময় 3 days state mourning Bangladesh খালেদা জিয়া মারা গেছেন বুধবার সাধারণ ছুটি ৩১ ডিসেম্বর কি ছুটি রাষ্ট্রীয় শোক ঘোষণা সরকারি ছুটি ঘোষণা মন্ত্রিপরিষদ সচিবের ঘোষণা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফন চন্দ্রিমা উদ্যানে দাফন এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া Khaleda Zia death date BNP Chairperson Khaleda Zia Khaleda Zia funeral time General holiday Wednesday Bangladesh Public holiday 31st December Bangladesh Is tomorrow a government holiday State funeral for Khaleda Zia Khaleda Zia Janaza at Sangsad Bhaban Khaleda Zia burial Zia Uddyan Chandrima Uddyan burial Evercare Hospital Khaleda Zia update

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ