ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

৪৮ বছরের রেকর্ড ভাঙলেন দিয়াজ, ইতিহাস গড়ে শেষ আটে মরক্কো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১১:৫২:২৪
৪৮ বছরের রেকর্ড ভাঙলেন দিয়াজ, ইতিহাস গড়ে শেষ আটে মরক্কো

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) অপ্রতিরোধ্য গতিতে ছুটছে স্বাগতিক মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের জাদুকরী পারফরম্যান্সে তাঞ্জানিয়াকে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করেছে অ্যাটলাস লায়ন্সরা। রোববারের এই জয়ে দিয়াজ কেবল দলকে জেতাননি, নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

কিংবদন্তি ফারাসকে ছাড়িয়ে দিয়াজের নতুন উচ্চতা

তাঞ্জানিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করার মাধ্যমে এক অনন্য কীর্তি গড়েছেন ব্রাহিম দিয়াজ। টুর্নামেন্টের চার ম্যাচে এটি তার চতুর্থ গোল। এর মাধ্যমে তিনি মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে আফকনের এক আসরে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন। দিয়াজ ভেঙে দিয়েছেন ১৯৭৬ সালের লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড। প্রায় পাঁচ দশক পর মরক্কোর ফুটবলে নতুন কোনো ধ্রুবতারার উদয় হলো এই রেকর্ডের হাত ধরে।

হাকিমির পাস ও দিয়াজের 'ক্লিনিক্যাল' ফিনিশ

ম্যাচের ৬৪তম মিনিটে ডেডলক ভাঙেন দিয়াজ। মাঝমাঠ থেকে বিশ্বসেরা রাইট-ব্যাক আশরাফ হাকিমির বাড়ানো বলটি নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত কঠিন কোণ থেকে বল জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছু করার ছিল না। এই চোখধাঁধানো গোলের সুবাদে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে (গোল্ডেন বুট) সবার ওপরে জায়গা করে নিয়েছেন এই রিয়াল মিডফিল্ডার।

লক্ষ্য যখন বড়, রেকর্ড তখন গৌণ

ঐতিহাসিক রেকর্ডের মালিক হয়েও দিয়াজের পা মাটিতেই থাকছে। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "টানা গোল করতে পারা অবশ্যই আনন্দের। তবে আমার কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে বড় সাফল্য হলো দলের কোয়ার্টার ফাইনালে ওঠা। আমাদের মূল লক্ষ্য আরও অনেক দূরে।"

সামনে অপেক্ষমাণ কঠিন চ্যালেঞ্জ: ক্যামেরুন

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে মোকাবিলা করতে হবে আফ্রিকার আরেক পরাশক্তি ক্যামেরুনকে। দিনের অন্য এক রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে 'ইনডমিটেবল লায়ন্স'রা। এখন ফুটবল ভক্তরা মুখিয়ে আছেন সেমিফাইনালে ওঠার এই মহারণ দেখতে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ