ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

হাস্যকর ভুল ও দুর্দান্ত গোল, সোবোসলাইয়ের নাটকীয় রাতে জিতল লিভারপুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১১:২৩:০৭
হাস্যকর ভুল ও দুর্দান্ত গোল, সোবোসলাইয়ের নাটকীয় রাতে জিতল লিভারপুল

এফএ কাপের তৃতীয় রাউন্ডে তৃতীয় সারির দল বার্নসলির মুখোমুখি হয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডে সোমবার রাতের এই ম্যাচে হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডোমিনিক সোবোসলাইয়ের পারফরম্যান্স ছিল আলোচনার কেন্দ্রে। একদিকে যেমন তার পা থেকে এসেছে চোখধাঁধানো এক গোল, তেমনি তার একটি ‘হাস্যকর’ ভুলের মাশুলও গুণতে হয়েছে দলকে। তবে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্নে স্লটের শিষ্যরা।

সোবোসলাইয়ের ‘হিরো থেকে জিরো’ হওয়ার রাত

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বার্নসলিকে চেপে ধরে লিভারপুল। ম্যাচের শুরুর দিকেই দুর্দান্ত এক গোল করে লিভারপুলকে লিড এনে দেন ডোমিনিক সোবোসলাই। অনেক দূর থেকে নেওয়া তার এক বুলেট গতির শট সরাসরি বার্নসলির জালের ওপরের কোণায় (টপ কর্নার) আছড়ে পড়ে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান ২-০ করেন জেরেমি ফ্রিমপং।

তবে দ্বিতীয়ার্ধে ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিজের ডি-বক্সের ভেতর অযথাই একটি ‘ব্যাকহিল’ করতে যান সোবোসলাই। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সুযোগটি হাতছাড়া করেনি বার্নসলি। বার্নসলির অ্যাডাম ফিলিপস সেই বল ছিনিয়ে নিয়ে গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন। সোবোসলাইয়ের এই ভুলকে ফুটবল ভক্তরা ‘হাস্যকর’ হিসেবে আখ্যা দিলেও ম্যাচ শেষে জয়ের স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

পেনাল্টি বিতর্ক ও বার্নসলি কোচের ক্ষোভ

ম্যাচে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয় যখন বক্সের ভেতর বার্নসলির রেয়েস ক্লিয়ারিকে ফাউল করেন সোবোসলাই। বার্নসলি পেনাল্টির জোরালো দাবি জানালেও রেফারি তাতে সাড়া দেননি। ম্যাচ শেষে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্নসলি কোচ কনর হুরিহেন।

বেঞ্চের শক্তিতে জয় নিশ্চিত

ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর দলের জয় সুনিশ্চিত করতে বেঞ্চ থেকে মূল তারকাদের নামান কোচ আর্নে স্লট। মাঠে নামেন ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিতিকে, ইব্রাহিমা কোনাতে ও রায়ান গ্রাভেনবার্চ। বদলি খেলোয়াড়দের প্রভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি লিভারপুলের হাতে চলে আসে।

হুগো একিতিকের একটি দারুণ ফ্লিক থেকে বল পেয়ে চমৎকার বাঁকানো শটে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। এটি লিভারপুলের জার্সিতে গত ৫ ম্যাচে তার তৃতীয় গোল। ম্যাচের ইনজুরি টাইমে উইর্টজের সহায়তায় সহজ ট্যাপ-ইনে দলের চতুর্থ গোলটি করেন একিতিকে।

চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ ব্রাইটন

বার্নসলিকে ৪-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। পরবর্তী রাউন্ডে নিজেদের মাঠে ব্রাইটনের মুখোমুখি হবে অলরেডরা। উল্লেখ্য, গত রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাইটন, তাই চতুর্থ রাউন্ডে লিভারপুলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ