MD Zamirul Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস: চরম উত্তেজনায় শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ সামনে রেখে মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারির অনবদ্য ব্যাটিংয়ের পর রাবেয়া খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডাচদের নাস্তানাবুদ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুতে ধাক্কা, এরপর জ্যোতি-মোস্তারির মহাকাব্যিক জুটি
বুধবার সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। দলীয় মাত্র ১২ রানেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার দিলারা আক্তার দোলা (৬) এবং অভিষেক ম্যাচে সুযোগ পাওয়া জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা (২)। তবে সেই চাপকে সুযোগে পরিণত করেন অভিজ্ঞ নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি।
এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ১৩৯ রানের এক অবিচ্ছিন্ন প্রতিরোধ। সোবহানা মোস্তারি ৫৮ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রান করে ইনিংসের শেষ বলে রানআউটের শিকার হন। অন্যদিকে, মারকুটে মেজাজে থাকা অধিনায়ক জ্যোতি মাত্র ৫১ বলে খেলেন ৭৫ রানের এক টর্নেডো ইনিংস। তার অপরাজিত এই ইনিংসে ছিল ৯টি চার ও ১টি দৃষ্টিনন্দন ছক্কা। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৫১ রান।
রাবেয়া-রিতুর বোলিং তোপে দিশেহারা নেদারল্যান্ডস
১৫২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং ইউনিটের সামনে দাঁড়াতেই পারেনি ডাচ ব্যাটাররা। বিশেষ করে লেগ স্পিনার রাবেয়া খানের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়ে নেদারল্যান্ডস। রাবেয়া তার নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
পেস বোলিং অলরাউন্ডার রিতু মনিও ছিলেন সমানে সমান, তিনি খরচ করেন মাত্র ১৭ রান এবং শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে সাফল্য পান। ডাচদের পক্ষে স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ৩১ রান করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানেই থমকে যায় নেদারল্যান্ডসের ইনিংস।
বিশ্বকাপ মিশনের রোডম্যাপ
প্রস্তুতি ম্যাচে জয়ের ধারা বজায় রেখে আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি হবে মূল পর্বে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। এরপর আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মূল বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান।
একনজরে ম্যাচ পরিসংখ্যান:
বাংলাদেশ নারী দল: ১৫১/৩ (২০ ওভার)
(জ্যোতি ৭৫, সোবহানা ৫৯; জুইলিং ১/২১)*
নেদারল্যান্ডস নারী দল: ১২৫/৭ (২০ ওভার)
(ক্যালিস ৩১, মোল্কেনবোর ২৮; রাবেয়া ৩/১৭, রিতু ২/১৭)
ফলাফল: বাংলাদেশ ২৬ রানে জয়ী।
সোহেল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে সুখবর দিল বিএসইসি
- চলছে রাজশাহী বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ নেতা
- বিশ্বকাপে ভারত সফরে অনড় আপত্তি বিসিবির, আইসিসির সঙ্গে বৈঠকে কি হলো?
- স্বর্ণের দাম: আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- রংপুর বনাম সিলেট: শেষ হলো ম্যাচ, জেনেনিন ফলাফল
- শেয়ারবাজারে আজ সূচকের চমক, বিক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি
- বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসির ‘বার্তা’ নিয়ে ধোঁয়াশা কাটাল বিসিবি
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড
- Dhaka Capitals vs Rajshahi Warriors Live : কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বিএনপি না জামায়াত, কে এগিয়ে? ৪ প্রতিষ্ঠানের জরিপে চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ১ মাসেই ২০% লাভ! যে ৬ কোম্পানি দিলো বড় রিটার্ন
- মুস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপের দল গঠনের সুপারিশ আইসিসির
- সরকারি চাকরিজীবীদের সুখবর: পাবেন টানা ৪ দিনের ছুটি!