ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৬ ২১:০৯:৩৩
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রের অর্থনীতির সর্বশেষ তথ্য এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর চাহিদা কমতে শুরু করেছে। তবে বিশ্ববাজারে দামের এই ওঠা-নামার মধ্যেও বাংলাদেশের বাজারে বর্তমানে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে।

কেন এই দরপতন?

বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা অর্থনৈতিক সংকট থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণ কিনে রাখা নিরাপদ মনে করেন। কিন্তু সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা কমে আসায় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের ওপর চাপ কমেছে।

রয়টার্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ খুব দ্রুত সুদহার কমাবে না—এমন আভাস পাওয়ায় বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে অন্যান্য খাতে ঝুঁকছেন। ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা জানান, মার্কিন অর্থনীতি থেকে আসা ইতিবাচক সংকেতগুলো স্বর্ণের বাজারকে নিম্নমুখী করে তুলেছে।

আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতি

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর নাগাদ আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০৪.২৯ ডলারে লেনদেন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৩ শতাংশ কমেছে, যার বর্তমান মূল্য প্রতি আউন্স ৪ হাজার ৬০৮.৯০ ডলার।

স্বর্ণের পাশাপাশি পতন হয়েছে অন্যান্য দামি ধাতুর বাজারেও। স্পট মার্কেটে রুপার দাম ১.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৯০.৬৬ ডলারে নেমেছে। এছাড়া বড় ধরনের দরপতন হয়েছে প্লাটিনামের ক্ষেত্রে, যার দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ৩৫৮.৯৫ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের বর্তমান দর

দেশের বাজারে গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে নির্ধারিত হওয়া নতুন দাম কার্যকর রয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও স্থানীয় বাজারে এখনো আগের হারেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

মানভেদে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৭ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের বাজারেও পরবর্তী সমন্বয়ে দাম কমার সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ