ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

Vivo V70 সিরিজ: ৬,৫০০mAh ব্যাটারি ও এআই ক্যামেরার চমক

তথ্য ও প্রযুক্তি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৫ ১০:৪৮:০৭
Vivo V70 সিরিজ: ৬,৫০০mAh ব্যাটারি ও এআই ক্যামেরার চমক

স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে খুব শীঘ্রই পা রাখতে চলেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Vivo V70। এই সিরিজে থাকছে দুটি মডেল— Vivo V70 এবং Vivo V70 Elite। সম্প্রতি 'এলিট' মডেলটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ফোন দুটি আগামী মাসেই বাজারে আসতে পারে। লঞ্চের আগেই এই ফোনের ডিজাইন, ক্যামেরা এবং ব্যাটারি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

আইফোনের ছোঁয়া ও নজরকাড়া ডিজাইন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Vivo V70 এবং V70 Elite-এর পেছনের অংশে একটি ‘স্কুইর্কেল’ (squircle) ক্যামেরা আইল্যান্ড থাকবে। লেন্সগুলোর বিন্যাস হবে অনেকটা আইফোনের মতো সামঞ্জস্যপূর্ণ। ফোনের সামনের অংশে থাকবে খুব পাতলা বেজেল এবং একটি ছোট পাঞ্চ-হোল কাটআউট।

রঙের ক্ষেত্রেও থাকছে বৈচিত্র্য। স্ট্যান্ডার্ড Vivo V70 পাওয়া যাবে প্যাশন রেড এবং লেমন ইয়েলো রঙে। অন্যদিকে, V70 Elite মডেলটি প্যাশন রেড, স্যান্ড বেইজ এবং ক্লাসিক ব্ল্যাক—এই তিনটি রঙে বাজারে আসতে পারে।

ডিসপ্লে ও প্রসেসর: পারফরম্যান্সে গতির ঝড়

দুটি ফোনেই থাকছে ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (FHD+) অ্যামোলেড ডিসপ্লে। মসৃণ অভিজ্ঞতার জন্য এতে থাকবে ১২০ হার্টজ (120Hz) রিফ্রেশ রেট।

তবে প্রসেসরের ক্ষেত্রে দুটি মডেলে পার্থক্য দেখা যাবে।

Vivo V70 Elite: এই মডেলে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট।

Vivo V70 (Standard): এই ফোনে থাকতে পারে Snapdragon 7 Gen 4 প্রসেসর।

ফটোগ্রাফিতে জেইস (Zeiss) এবং এআই ম্যাজিক

ক্যামেরা প্রেমীদের জন্য Vivo V70 সিরিজে থাকছে বিশেষ চমক। উভয় ফোনের পেছনে থাকবে তিনটি ক্যামেরা:

১. ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর।

২. ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স।

৩. ৫০ মেগাপিক্সেল জেইস (Zeiss) ব্র্যান্ডের টেলিফটো লেন্স, যা ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

এছাড়া সফটওয়্যারের ক্ষেত্রে এআই (AI) ফিচার হিসেবে থাকছে— 'এআই হোলি ফেস্টিভ্যাল পোর্ট্রেট', 'এআই ম্যাজিক ওয়েদার' এবং 'ফ্লোয়িং ব্লেসিং' ফিচার।

বিশাল ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 সিরিজের ফোনগুলোতে দেওয়া হতে পারে বিশাল ৬,৫০০mAh ব্যাটারি। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তার পাশাপাশি এতে থাকবে ৯০ ওয়াট (90W) ফাস্ট চার্জিং সুবিধা।

নতুন সফটওয়্যার অভিজ্ঞতা

সফটওয়্যারের দিক থেকে ফোনগুলো লেটেস্ট OriginOS 6-এর ওপর ভিত্তি করে চলবে। নতুন এই অপারেটিং সিস্টেমে 'অরিজিন আইল্যান্ড' (Origin Island), 'অফিস কিট' (Office Kit) এবং 'ফ্লিপ কার্ড'-এর মতো আধুনিক ফিচারগুলো যুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে, প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে Vivo V70 সিরিজ স্মার্টফোন বাজারে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। এখন শুধু অপেক্ষা এর আনুষ্ঠানিক ঘোষণার।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

তিন কোম্পানির ইপিএস প্রকাশ, কার অবস্থা কেমন?

তিন কোম্পানির ইপিএস প্রকাশ, কার অবস্থা কেমন?

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান— রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং এবং আনলিমা ইয়ার্ন তাদের চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত... বিস্তারিত

earthquake today: আবারও ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

earthquake today: আবারও ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

রোববার (২৫ জানুয়ারি) সকালে দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে একটি হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের সময়... বিস্তারিত