ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মাহমুদউল্লাহ ব্যাটিং খারাপ করলে কান্না করে ছেলে রাঈদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ১৯ ১৮:৩৮:২৩
মাহমুদউল্লাহ ব্যাটিং খারাপ করলে কান্না করে ছেলে রাঈদ

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে খেলতে গেছে বাংলাদেশ। অধিনায়ক রিয়াদের বিশ্বকাপ মিশন অবশ্য শুরু হয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে পরিস্থিতির দাবি মিটিয়ে ভালো ব্যাটিং করতে পারেননি অধিনায়ক রিয়াদ। ২২ বলে মাত্র ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

রিয়াদ মাঠে ভালো না করতে পারলে সবচেয়ে বেশি কষ্ট পান তার ৯ বছর বয়সী বড় ছেলে রাঈদ। কখনও কখনও তো বাবার খারাপ পারফরম্যান্সে কান্নাও করে ফেলে ছোট্ট রাঈদ। সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের ব্যাপারে এমনটা জানিয়েছেন স্বয়ং রিয়াদ।

ছেলের প্রসঙ্গে রিয়াদ বলেন, “যখন আমি ভালো করতে পারি না, আমার বড় ছেলে খুব হতাশ হয়। কখনও কখনও সে কান্না করে ফেলে।” ছেলের কষ্ট দেখে ভীষণ খারাপ লাগে রিয়াদেরও। সেই সঙ্গে অনুপ্রেরণা খোঁজেন তিনি এবং মাঠে ভালো করার বাড়তি তাগিদও অনুভব করেন।

“তখন (ছেলের কান্না) আমার খুব খারাপ লাগে৷ আমি মোটিভেশন পাই। আমি অনুভব করি, আমাকে ভালো খেলতে হবে। তাকে খুশি করতে সত্যিই আমার ভালো কিছু করা দরকার।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো করতে পারেনি বাংলাদেশ। গোটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মতো রাঈদেরও নিশ্চয়ই মনটা ভীষণ খারাপ। তবে আজ রাতে স্বগতিক ওমানের বিপক্ষে ব্যাট,বল আর নেতৃত্বে দলকে জিতিয়ে ছেলের মুখে হাসি এনে দেওয়ার সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ