ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের দুই ক্রিকেটারের ভয়ে কাঁপছে শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৪ ১০:২৭:৪৯
বাংলাদেশের দুই ক্রিকেটারের ভয়ে কাঁপছে শ্রীলঙ্কা

অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আছে শ্রীলঙ্কা। তুলনামূলকভাবে এবারের লঙ্কান দলটা বেশ তরুণ। বিপরীতে টাইগাররা এই বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ দল। বাংলাদেশের সিনিয়র তিন ক্রিকেটারের মোট ম্যাচের দুই তৃতীয়াংশ ম্যাচও খেলেনি পুরো লঙ্কান দল।

কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে অভিজ্ঞতার প্রভাব খুব কমই দেখা যায়। নিজেদের দিনে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। বাছাইপর্বের ম্যাচগুলোতেও তা দেখা গেছে। লঙ্কানরা অবশ্য কোনো ম্যাচে পা হড়কায়নি। দাপটের সঙ্গেই জিতেছে তিন ম্যাচে। আজও ধারাটা অব্যাহত রাখতে মরিয়া তারা।

বাছাইপর্বে অলরাউন্ডিং পারফর্ম করেছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ১০৮ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন নয়টি। তার সতীর্থ মোস্তাফিজুর রহমানের শিকার ছয়টি। ম্যাচের আগে লঙ্কানদের সব দুশ্চিন্তা এই দুজনকে নিয়ে। তাই দুজনের জন্য ‘বিশেষ ছক’ এঁকে রেখেছে লঙ্কানরা।

রোববার ম্যাচের আগের দিন লঙ্কান দলপতি দাসুন শানাকা তেমনই ইঙ্গিত দিলেন। তার ভাষায়, ‘এখানে স্পিনাররা বেশি সুবিধা পাবে। আইপিএল এবং বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আমরা এটাই দেখেছি। আমরা সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। বিশেষ করে মোস্তাফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। তাদের অন্য যে স্পিনাররা আছেন তাদের কথাও ভুলে গেলে চলবে না।’

তবে ম্যাচে নিজেদের জয়ের সুযোগ বেশি দেখছেন লঙ্কান অধিনায়ক। আত্মবিশ্বাসী কণ্ঠেই শানাকা বললেন, ‘আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি, ভালো একটি ম্যাচ হবে। আমাদের দলটা তুলনামূলক ভালো। আমাদেরই বেশি সুযোগ আছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ