ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ভারত-ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১০ ১১:৪০:৫৪
আজকের খেলার সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ভারত-ওয়েস্ট ইন্ডিজ

আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। একদিকে নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড, অন্যদিকে চলছে দিল্লি টেস্টে ভারত-ওয়েস্ট ইন্ডিজের লড়াই। ঘরোয়া লিগে রংপুর ও চট্টগ্রাম আজ লড়বে জাতীয় লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে। তাছাড়া ইউরোপ ও আফ্রিকার মাঠেও আজ রয়েছে একাধিক বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

চলুন দেখে নেওয়া যাক, আজ টিভি ও অনলাইনে কোন চ্যানেলে, কখন, কোন খেলাগুলো দেখা যাবে—

আজকের খেলাসূচি

সময় (বাংলাদেশ সময়)খেলাপ্রতিপক্ষইভেন্টসম্প্রচার মাধ্যম
সকাল ১০টা ক্রিকেট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দিল্লি টেস্ট (১ম দিন) টি স্পোর্টস
বেলা ১টা টেনিস সাংহাই মাস্টার্স সনি স্পোর্টস ২
বেলা ৩:৩০ মি. নারী ক্রিকেট বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড নারী ওয়ানডে বিশ্বকাপ টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
বিকেল ৫টা ক্রিকেট রংপুর বনাম চট্টগ্রাম জাতীয় লিগ টি-টোয়েন্টি (২য় কোয়ালিফায়ার) টি স্পোর্টস
সন্ধ্যা ৭টা ফুটবল সেশেলস বনাম আইভরিকোস্ট বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
সন্ধ্যা ৭টা ফুটবল দক্ষিণ সুদান বনাম সেনেগাল বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
সন্ধ্যা ৭টা ফুটবল গাম্বিয়া বনাম গ্যাবন বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
সন্ধ্যা ৭টা ফুটবল টোগো বনাম কঙ্গো ডিআর বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
রাত ১০টা ফুটবল লেসোথো বনাম নাইজেরিয়া বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
রাত ১০টা ফুটবল সাও তোমে বনাম তিউনিসিয়া বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
রাত ১০টা ফুটবল জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বাছাইপর্ব (আফ্রিকা) ফিফা প্লাস
রাত ১২:৪৫ মি. ফুটবল ফ্রান্স বনাম আজারবাইজান বিশ্বকাপ বাছাই (ইউরোপ) সনি স্পোর্টস ১
রাত ১২:৪৫ মি. ফুটবল জার্মানি বনাম লুক্সেমবার্গ বিশ্বকাপ বাছাই (ইউরোপ) সনি স্পোর্টস ২
রাত ১২:৪৫ মি. ফুটবল বেলজিয়াম বনাম উত্তর মেসিডোনিয়া বিশ্বকাপ বাছাই (ইউরোপ) সনি স্পোর্টস ৫

দিনের উল্লেখযোগ্য ম্যাচগুলো

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (নারী ওয়ানডে বিশ্বকাপ):

বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশের মেয়েদের আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই। গ্রুপ পর্বে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় প্রায় বাধ্যতামূলক। স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (দিল্লি টেস্ট):

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সকাল ১০টা থেকেই শুরু হয়েছে টেস্ট ম্যাচের প্রথম দিন। ঘরের মাঠে ভারতের বোলারদের আগ্রাসী মেজাজে দেখা যেতে পারে আজ।

রংপুর বনাম চট্টগ্রাম (জাতীয় লিগ টি-টোয়েন্টি):

টি-স্পোর্টসে বিকেল ৫টা থেকে দেখা যাবে জাতীয় লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার। দুই দলই আজ জয়ের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিতে চায়।

বিশ্বকাপ বাছাই লড়াই (ফুটবল):

আফ্রিকা ও ইউরোপ মহাদেশে আজ রাতে মাঠে গড়াবে মোট নয়টি ম্যাচ। ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ বড় দলগুলো মাঠে নামবে মধ্যরাতে। আফ্রিকার দলগুলোর ম্যাচগুলো দেখা যাবে ফিফা প্লাসে, আর ইউরোপীয় ম্যাচগুলো সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।

আজকের দিনটি ক্রীড়াপ্রেমীদের জন্য ব্যস্ততম দিন বলা যায়। ক্রিকেট, ফুটবল, টেনিস—সব ক্ষেত্রেই রয়েছে দারুণ সব প্রতিযোগিতা। যারা বাসায় বসে টিভি কিংবা অনলাইনে খেলাগুলো উপভোগ করতে চান, তাদের জন্য এই সময়সূচি হতে পারে এক নজরে পুরো দিনের ক্রীড়া গাইড।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ