ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

মানিয়ে নিতে আরেকটু সময় চাই : রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৪ ১৪:২০:৫৯
মানিয়ে নিতে আরেকটু সময় চাই : রোনালদো

চলতি মৌসুমে ম্যানইউর অবস্থা ভালো নয়। আট ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তারা। চার জয়ের পাশাপাশি সমান দুটি করে ড্র এবং পরাজয় ওলে গুনার সুলশারের দলের সঙ্গী। এমন সমীকরণ সামনে রেখে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে দুই নম্বরে থেকে গত আসর শেষ করা দলটি।

রোনালদো মনে করেন, ভালো কিছু করতে চাইলে আত্মবিশ্বাসী হতে হবে খেলোয়াড়ের- ‘যে কৌশলে আমরা খেলি, সেটার সঙ্গে মানিয়ে নিতে আরও কিছুটা সময় দরকার। কিন্তু একটা বিষয় মাথায় গেঁথে নিতে হবে, আমাদের দিয়ে সবকিছু সম্ভব।’

পর্তুগীজ তারকার কাছে দল সবকিছুর উর্ধ্বে। তাই ব্যক্তিগত অর্জন সহজ হওয়া সত্ত্বেও দলকে প্রাধান্য দেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, ‘সম্মিলিতভাবে কোনো কিছু করার চেয়ে ব্যক্তিগত অর্জন সহজ। এরপরও আমার কাছে ব্যক্তিগত অর্জন সবকিছু নয়। দলীয় অর্জন সবার আগে। আমি মনে করি, দলগত সাফল্য পাওয়া সম্ভব।’

রোনালদোর বিশ্বাস, সবাই নিজের জায়গা থেকে সেরাটা দিলে অনেকদূর এগিয়ে যাবে ম্যানইউ, ‘সবাইকে দলে নিজের ভূমিকা বুঝতে হবে। দলে এবং ক্লাবে আমি আমার ভূমিকা সম্পর্কে জানি। আমার কাজ হচ্ছে গোল করা এবং অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করা।’

‘সবাই যদি একইভাবে চিন্তা করে দলের জন্য ত্যাগ স্বীকার করে, তাহলে আমরা আরও ভালো করতে পারবো। দারুণ সব সমর্থকরা আমাদের সাথে আছে। স্টেডিয়ামটাও অসাধারণ। সবকিছুকে সাথে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ যোগ করেন রোনালদো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ