ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ম্যাচ শেষে লিটনকে নিয়ে যা বললেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৪ ২১:৩০:১৩
ম্যাচ শেষে লিটনকে নিয়ে যা বললেন মুশফিক

একাই দুইটি ক্যাচ হাতছাড়া করে ম্যাচ কঠিন করে তোলেন লিটন। মুশফিকের মতে, লিটন দলের অন্যতম সেরা ফিল্ডার। তিনি ক্যাচ হাতছাড়া করলেও দোষারোপের সুযোগ ছিল, কিন্তু লিটনের মত ফিল্ডারকে দোষ দেওয়ার সুযোগ নেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘দায় দেওয়ার কিছু নেই। যত রানই করুন না কেন, কিছু ছোটখাটো ভুল থাকেই। আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমার কাছে মনে হয়, দুইটা ক্যাচ খুব গুরুত্বপূর্ণ হত।’

ক্যাচ হাতছাড়ায় ম্যাচ ফসকেছে, এমনটি মেনে নিলেও লিটনকে আগলে রাখতে ভুলেননি মুশফিক। তিনি জানান, ‘লিটন খুবই ভালো ফিল্ডার। আমার কাছ থেকে এমন হলে এক কথা ছিল। আমি ওরকম মানের ফিল্ডার না। যেহেতু ও আমাদের অন্যতম সেরা ফিল্ডার… ঐসময় গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। দুইজন বাঁহাতি খুব ভালো ব্যাট করছিল। ব্রেক থ্রু খুব দরকার ছিল।’

বাংলাদেশ প্রথমে ব্যাট করে জড়ো করেছিল ১৭১ রান। তারপরও জয় না পাওয়ার পেছনে শারজার উইকেটের বৈচিত্র্যকেই দায়ী করছেন মুশফিক।

তার ভাষায়, ‘আজকের উইকেটে ব্যাটিং করে আমি টের পেয়েছি- শারজায় গত ম্যাচগুলোতে যেমন ১৪০-১৫০ উইনিং স্কোর ছিল, আজ এমন ছিল না। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল আর এক পাশের বাউন্ডারি ছোট ছিল।’

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১৭১ রানকে জয়ের পুঁজি মনে করলেও মুশফিকের দাবি ভিন্ন। তিনি বলেন, ‘আমরা জানতাম, ১৭১ উইনিং স্কোর না, তবে আমরা যদি ৫-৬ ওভার ভালো শুরু করি আর সুযোগ কাজে লাগাতে পারি তাহলে ম্যাচে থাকতে পারব। দ্রুত উইকেট নিলেও ওরা পাওয়ারপ্লে ভালো কাজে লাগিয়েছে। সাকিবের ওভারে নিয়ন্ত্রণ আবার আমাদের কাছে এসেছিল। শেষপর্যন্ত সেট ব্যাটসম্যানরা দাপটের সাথে ব্যাটিং করেছে। তাই ঠিক দায় চাপান নয়, তবে আমরা ছোটখাটো কিছু ভুল করেছি। এজন্য ম্যাচটা জিততে পারিনি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ