ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

আমি পোলার্ড-রাসেলের মত ধামধুম মারতে পারি না : মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ১২:৫৩:৩১
আমি পোলার্ড-রাসেলের মত ধামধুম মারতে পারি না : মুশফিক

লঙ্কানদের বিপক্ষে ঝড়ো ইনিংসে অফফর্মকে বিদায় জানিয়েছেন মুশফিক। পাওয়ার হিটিংয়ের জন্য ক্যারিবীয়দের খ্যাতি বিশ্বজোড়া। তবে বাংলাদেশি ব্যাটাররা যে ক্যারিবীয় নন, তা ভুলে যান অনেকেই। বিগত ম্যাচগুলোতে ব্যাট হাতে মুশফিকের সংগ্রাম তাই প্রশ্নবিদ্ধ হয়েছিল নিন্দুকদের কাছে।

তবে মুশফিক জানালেন, টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো করা সহজ নয় ব্যাটারদের জন্য। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করা সহজ নয়। যারা চার, পাঁচ ছয় নম্বরে ব্যাট করে… বিশ্বের একজন ব্যাটারও দেখাতে পারবেন না যে নিয়মিত রান করে। আর দলের প্রয়োজনে কখনও সাত-আটেও খেলতে হয়। কখনও ৫ ওভারে যাচ্ছেন, কখনও ১৭তম ওভারে। আমি পোলার্ড বা রাসেলের মত গিয়ে ধামধুম করে মেরে ফেলব ২ বল, ৪ বল বা ৬ বল পেলে এটা হয় না.. আমারও কিছু সময় লাগে, কিছু দুর্বলতা আছে। উন্নতির চেষ্টা করছি।’

রান না পাওয়ায় যেসব সমালোচনা সহ্য করতে হয়েছে, তা-ই তাকে ফর্মে ফিরতে প্রেরণা দিয়েছে। এমন দাবি খোদ মুশফিকেরই। তিনি বলেন, ‘অনেক দিক থেকে শুনে মনে হয়েছে গত ৪-৫ বছর ধরে রান করি না। এই জিনিসটা আমাকে আরও প্রেরণা দিয়েছে। চেষ্টা থাকবে, দলে অবদান রেখে যত রান করতে পারি। সেটা হতে পারে ১০, হতে পারে ৮০, হতে পারে ১০০।’

শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের ফর্ম বরাবরই সমীহ জাগানিয়া, তা যে ফরম্যাটেই খেলেন না কেন। মুশফিক অবশ্য জানালেন, প্রত্যেক দলের বিপক্ষেই ভালো করতে চান। লঙ্কানদের কাছে ম্যাচ হেরে যাওয়ায় নিজের ক্যারিয়ার সেরা ইনিংস রঙ হারিয়েছে, তাও স্বীকার করলেন অকপটে।

মুশফিক বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতেই হবে এরকম কিছু মনে হয় না। প্রত্যেক প্রতিপক্ষের বিপক্ষেই দলের জন্য যথাসম্ভব অবদান রাখার চেষ্টা করি। একা ভালো করে লাভ নেই। দল যদি না জেতে, নিজের ভালোর কোনো মূল্য আমার কাছে নেই। আপনার কথা শুনে মনে হল- পরবর্তীতে যার সাথেই খেলা হবে মনে করতে হবে শ্রীলঙ্কার সাথে খেলা, তাহলে হয়ত ভালো করার সুযোগ থাকবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ