ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

'মেসি সেদিন আমার স্বপ্নে এলো, আমরা বিয়েও করলাম'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ১৪:৪২:২৭
'মেসি সেদিন আমার স্বপ্নে এলো, আমরা বিয়েও করলাম'

আর সৌরভের কথা একবাক্য মেনে নিয়ে সুদীপা জানালেন, মেসি তাঁর স্বপ্নে ধরা দেন প্রায়ই। এমনকী কিছুদিন আগে বিয়েটাও করেছেন। সুদীপার কথায়, ‘এই তো সেদিন আমার স্বপ্নে এসেছিল। আমরা বিয়েটাও করলাম। মানে এসে তো আমাকে হাতে-পায়ে ধরে বলছে বিয়ে করতেই হবে। এত নাছোড়বান্দা। আমি আবার বললাম অগ্নি (সুদীপার স্বামী)র না প্যারিসটা ঠিক পছন্দ না। আর তা শুনে বলল, ওকে আমরা রোমে শিফট করে দেব!’

এতে অবাক হয়ে সৌরভের জিজ্ঞাসা, ‘এত কিছু স্বপ্নে চলছিল?’ আর সুদীপার তাৎক্ষণিক উত্তর, ‘হ্যাঁ তো! সেদিন ঘুম ভেঙে যাওয়ার পর যা দুঃখ পেয়েছিলাম না, তা কোনওদিন পাইনি।’

যা শুনে উপস্থিত সকলেই হাসি ধরে রাখতে পারেননি। সুদীপার সঙ্গে উপস্থিত ছিলেন অম্বরীশ ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়রা। সকলেই হাততালি দিয়ে ওঠেন।

সঙ্গে সুদীপা সৌরভকে জানান, ছোটবেলায় তাঁর মনে আছে প্রতিদিন ‘দাদা’র খেলা থাকলেই ঠনঠনিয়া কালিবাড়িতে যেতেন পূজা দিতে। সেখানে আরও অনেকেই আসত। বাঙালির ‘ইজ্জত’ দাদা। এমনকী, সোরভও জানান, তাঁর প্রতিটা খেলার দিন সকালে তাঁর মা-বাবা যেতেন তারকেশ্বরে পূজা দিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ