ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

প্রতিপক্ষ সমর্থকদের রাগের বলির পাঁঠা নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ১৫:০২:৪৫
প্রতিপক্ষ সমর্থকদের রাগের বলির পাঁঠা নেইমার

ফরাসি লিগ ওয়ানে মার্শেইয়ের মুখোমুখি হয় পিএসজি। এই দুই দলের লড়াইটি ‘লা ক্লাসিক‘ হিসেবে পরিচিত। এই ম্যাচের অতীত দুঃস্মৃতির কথা ভেবে প্যাারিসের ক্লাবটির সমর্থকদের গতকাল অরেঞ্জ ভেলোড্রোম স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি।

পিএসজির সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত না থাকলেও পরিস্থিতি শান্ত ছিল না। পুরো ম্যাচ জুড়েই অতিথি খেলোয়াড়দের দিকে বোতল, কাপসহ আরও অনেক রকমের বর্জ্য ছুড়ে মেরেছে মার্শেই সমর্থকরা। এছাড়া দুয়োধ্বনি তো ছিলই। এর মধ্যে সবচেয়ে বেশি ভুগেছেন নেইমার।

সেখানেই সীমাবদ্ধ থাকেনি সব কিছু। দুই দফা মাঠে দর্শক ঢুকে পড়েন। প্রতিবারই পরিস্থিতি শান্ত করেন স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এমনকি পুলিশ পাহারায় কর্নার শট নিতে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

দর্শকদের ঝামেলা পাকানোর দিনে পিএসজি-মার্শেই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। প্রতিপক্ষের মাঠে আক্রমণে আধিপত্য দেখিয়েও জালের দেখা পাননি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। বাজে অভিজ্ঞতা পুঁজি করে আগামী ৩০ অক্টোবর লিলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ