ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সাকিবকে বল না দেয়ার কারণ জানালেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ১৭:৫৭:২৫
সাকিবকে বল না দেয়ার কারণ জানালেন মুশফিক

প্রথম পর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে চার ওভারে ৩৪ রান খরচ করা মুস্তাফিজ পাননি কোনো উইকেট। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩ ওভারে ২২ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি বাঁহাতি এই পেসার।

গত দুই ম্যাচে মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পর অবশ্য তা নিয়ে মাথা ঘামাতে চাননা দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। মুস্তাফিজকে চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবেই আখ্যা দিয়েছেন অভিজ্ঞ মুশফিক।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘’ফিজ একজন চ্যাম্পিয়ন বোলার। ওর স্ট্রেন্থ অনুযায়ী হয়ত এখনও হচ্ছে না। অ্যাকুরেসি ও এক্সিকিউশন ঠিক রাখলে যেকোনো সময় কামব্যাক করবে। আর আহামরি খারাপ হচ্ছে তা না। উইকেট এনে দিচ্ছে, ব্রেক থ্রু এনে দিচ্ছে। টি-টোয়েন্টিতে এটা খুব গুরুত্বপূর্ণ।‘’

লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারের কারন হিসেবে লিটন দাসের দুটো ক্যাচের পাশাপাশি প্রশ্ন উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়েও। ঠিক সময় মুস্তাফিজুর রহমান কিংবা সাকিব আল হাসানের মত বোলারদের ব্যবহার করা হয়নি কেন তা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে মাহমুদউল্লাহকে। তবে মুশফিক জানালেন ভিন্ন কথা।

তিনি আরও বলেন, ‘’এটা তো টেকটিক্যাল বিষয়, টিম ম্যানেজমেন্ট ঠিক করে থাকেন। বাঁহাতি ব্যাটার ব্যাট করার সময় বাঁহাতি বোলার বল করতে পারবে না- এটা ঠিক নয়। আমরা কখনই এটা বিশ্বাস করি না।‘’

সাকিবকে বল না দেয়ার কারণ জানাতে গিয়ে মুশফিক যোগ করেন, ‘’সাকিবের জায়গায় যে বোলিং করেছে সে সুযোগ সৃষ্টি করেছিল। এরপর সাকিব আক্রমণে আসলে আরও কার্যকরী হতে পারত। ফলাফল দেখে জিনিসগুলো বিচার করা তথাকথিত কাজ হয়ে যায়। সঠিক সময়ে সঠিক বোলাররা বল করছে কি না এটাই গুরুত্বপূর্ণ। আর মাঠের এক পাশ যেহেতু ছোট ছিল, এক দিক থেকে বাঁহাতি স্পিনার আনা ঝুঁকি হয়ে যেত। এ কারণেই আমাদের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট এভাবে নির্ধারণ করেছেন। সবই ঠিক ছিল।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ