ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৫ ২০:৫৮:২৬
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ, দেখেনিন ফলাফল

মেক্সিকো সিটিতে নাউকালপানের রিফর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠে এদিন আগে ব্যাট করে নির্ধারণ ২০ ওভারে ৭ উইকেটে ৭৯ রান করে ব্রাজিল। জবাবে আর্জেন্টিনা নারী ১৫ ওভারে ৩ উইকেটে ৪২ রান তোলার পর আসে বৃষ্টি। আর শেষমেশ বৃষ্টি না থামাতে ডার্ক লুইস মেথডে ১৪ রানের জয় পায় ব্রাজিলিয়ানরা।

আসরের আগের দেখায় আর্জেন্টাইন নারীরা মাত্র ১২ রানে গুটিয়ে যায়। অন্যদিকে ৩.৩ ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিলিয়ানরা।

উল্লেখ্য, পাঁচ ম্যাচে ৩ জয় নিয়ে আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের তিনে আছে ব্রাজিল নারী দল। অন্যদিকে পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি আর্জেন্টাইন নারীরা। পাঁচ ম্যাচের চার জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র আর দুইয়ে কানাডা নারী দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ