ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বন্দী দিন কাটালো সাকিব-রিয়াদরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৬ ১১:৩৮:১৭
বন্দী দিন কাটালো সাকিব-রিয়াদরা

আজ সোমবার হয়নি কোনো অনুশীলন। তবে আগামীকাল থাকছে অনুশীলন। বুধবার সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর আবুধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ সেখানে ইংল্যান্ড। আমিরাতের ব্যস্ত শহর দুবাইয়ে বাংলাদেশ দল উঠেছে ফেস্টিভাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে।

টিম সূত্রমতে, সেখানেই দিনভর বিশ্রামে সময় কাটিয়েছে রিয়াদ ব্রিগেড। আগামীকাল টাইগাররা অনুশীলন করবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। তবে অনুশীলন পর্ব শেষে ১৩৮ কিলোমিটার দূরের শহর আবুধাবি থেকে ফের দুবাইয়ে ফিরে আসবে বাংলাদেশ দল। অবশ্য এই ভ্রমণটা ঘণ্টা দেড়েকের।

প্রথম ম্যাচ হারলেও এখনোই সব শেষ হয়ে যায়নি। সুপার টুয়েলভ পর্বে এখনো বাংলাদেশের ম্যাচ বাকি ৪টি। ন্যূনতম তিনটি ম্যাচ জিতে হবে শেষ চারে যেতে হলে। সেই সম্ভাবনা কতটুকু, তা আগেই বলা মুশকিল। বাংলাদেশ দলের চোখ এখন ইংল্যান্ডের দিকে। যারা বিশ্বকাপ মিশন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে।

যে ম্যাচে ইংলিশরা ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করেছিল মাত্র ৫৫ রানে। সেই দলটাকে চ্যালেঞ্জ জানাতে হলে আগের ভুলগুলো তো শুধরে নিতে হবে, সাথে নিজেদের সেরাটাও দিতে হবে বাংলাদেশকে! তা না দিতে পারলে, কপালে জুটবে হারই। এটা অনুমিত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ