ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: বোর্ডের সাথে অভিমানে অবসরের ঘোষণা দিলেন বিশ্বসেরা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৭ ২১:৩৭:৩৩
ব্রেকিং নিউজ: বোর্ডের সাথে অভিমানে অবসরের ঘোষণা দিলেন বিশ্বসেরা ক্রিকেটার

অবসরের ঘোষণা না দিলেও দক্ষিণ আফ্রিকার হয়ে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না ক্রিস মরিসকে। এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আচরণ নিয়েও মুখ খুলেছেন তিনি।

১৪তম আইপিএল আসরের সবচেয়ে দামি এই ক্রিকেটার বলেন, ‘বোর্ডের কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। ক্রিকেট বোর্ড আমার এবং ফাফ ডু প্লেসিস, ইমরান তাহিরের সঙ্গে যে কাজ করেছে তা তাদের ভাবা উচিত। এই বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমার সঙ্গে এক বছরের বেশি সময় ধরে কোনো প্রকার কথা বলা হয়নি। আমি কোনো আলোচনার অংশ নয়, তাই বোর্ডের ভিতর কি হচ্ছে আমার তা জানা নেই।’

মরিস এখন ঘরোয়া ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করতে চান। তিনটি ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এই অলরাউন্ডার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার হয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ।’

২০১২ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ৪টি টেস্ট, ৪২টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন মরিস। তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৯১২ রান ও ৯৪টি উইকেট রয়েছে সকল দেশের টি-টুয়েন্টি ক্রিকেট দাপিয়ে বেড়ানো এই ক্রিকেটারের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ