ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

অবসর না নিলেও দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না মরিসকে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৮ ১৪:০২:০৪
অবসর না নিলেও দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না মরিসকে

সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, আইপিএলের নিলাম থেকে রেকর্ড ১৬ কোটি রুপিতে মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। অথচ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এমনকি ডাক পাননি রিজার্ভ খেলোয়াড় হিসেবেও।

আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার ইচ্ছা নেই মরিসের। গণমাধ্যমকে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় হয়ে আমার খেলার দিনগুলো ফুরিয়ে গেছে। আমি এমন একজন খেলোয়াড়, যে কিনা আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পক্ষপাতী নই। সিএসএ’র কর্তারা জানে বর্তমানে আমার অবস্থান কি। আমিও জানি, আমি কোথায় আছি।’

দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মরিস। এজন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্তাদের দুষছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার, ‘সিএসএ’র জন্য আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমার মনে হয়, তারা সেটা বেশ ভালোভাবেই জানে।’

২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মরিস। এরপর দেশের হয়ে ৪ টেস্ট, ৪২ ওয়ানডে এবং ২৩টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৯৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭৭৪ রান করেছেন এই সিমিং অলরাউন্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ