ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

গেইলের পাশে দাঁড়ালেন লারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৮ ১৯:১০:৫২
গেইলের পাশে দাঁড়ালেন লারা

চলতি বছর ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬.৮০ গড়ে ২৫২ রান করেছেন গেইল। এই ম্যাচগুলোতে ১১৫.৫৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন ১৩ রান। যা ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের নামের পাশে বেশ বেমানান।

তাই স্টার স্পোর্টসে কথা বলার সময় ওয়েস্ট ইন্ডিজকে গেইলের বিকল্প ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক পার্থিব প্যাটেল। এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারেননি গেইলের সাবেক সতীর্থ লারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে গেইলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজ লাভবান হতে পারে বলে বিশ্বাস তাঁর।

এ প্রসঙ্গে লারা বলেন, ‘গেইল ইতোমধ্যেই বিশ্বকাপ দলে রয়েছে। তার অভিজ্ঞতা রয়েছে এবং এটা সত্য যে সে তরুণ খেলোয়াড়দের কিছু টোটকা দিতে পারে যা গুরুত্বপূর্ণ।’

দীর্ঘ ২২ বছর যাবৎ ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন গেইল। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ৪২ বছর বয়স হওয়ায় ক্যারিয়ারের প্রায় অন্তিম মুহূর্তে রয়েছেন তিনি। তাই গেইলের মতো তারকা ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় জানানো উচিত বলে মনে করেন লারা।

এই কিংবদন্তী ব্যাটার বলেন, ‘ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সঠিক পদ্ধতি অবলম্বন করে গেইলকে বিদায় জানাতে হবে। হয়ত এটিই ওর শেষ টুর্নামেন্ট। টুর্নামেন্টের এই পর্যায়ে গেইলকে বাদ দেয়ার বিষয়টি আমি নিশ্চিত না যে ঠিক হবে কি না। টুর্নামেন্টের বাকি সময়ে দল কিছু নতুন ধরনের পদ্ধতি অবলম্বন করতে দেখলে ভালো লাগবে। আমার মনে হয় সে রান না করলেও তরুণদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ