আমি মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য পছন্দ করি : নাসের

নাসের জানান, তিনি মুস্তাফিজের বোলিংয়ের খোঁজখবর ভালোই রাখেন। মুস্তাফিজের বোলিংয়ের বৈচিত্র্য, হাত ঘুরিয়ে স্লোয়ার বোলিং তিনি পছন্দ করেন। বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাছেও মুস্তাফিজের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন নাসের। ক্যারিয়ারের যেকোনো পর্যায়েই উন্নতির জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি।
মুস্তাফিজকে নিয়ে নাসের বলেন, “আমি মুস্তাফিজকে পছন্দ করি। তার বোলিং পছন্দ করি, তার বোলিংয়ের বৈচিত্র্য পছন্দ করি। পেছন থেকে হাত স্লো বল করা প্রথম খেলোয়াড়দের একজন হলেন মুস্তাফিজ। স্লো বোলিং, পেস পরিবর্তন করে বোলিং করা অসাধারণ।”
তিনি আরও বলেন, “আমি ওটিস গিবসনের কাছে শুনেছি, মুস্তাফিজ নতুন বলে সুইং করা নিয়ে কাজ করছে। মাত্র দুইটি ওভারে বল সুইং করলেও ম্যাচ ঘুরে যেতে পারে। এক নতুন মাত্রা যোগ করতে পারে। আপনি ক্যারিয়ারের যে পর্যায়েই থাকুন না কেন, সবসময়ই উন্নতি করাটা গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ মুস্তাফিজকে বাংলাদেশের সেরা বোলার হিসেবেই আবারও পরিচয় করিয়ে দিয়েছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে মুস্তাফিজের অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে, তাও অকপটে স্বীকার করেছেন রিয়াদ।
রিয়াদের ভাষায়, “এই মুহূর্তে আমাদের দলের সেরা বোলার হলেন মুস্তাফিজুর রহমান। বৈচিত্র্যময় দক্ষতা দিয়ে সে বাংলাদেশের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গত কয়েক বছরে আইপিএল ও আরও কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে তার অভিজ্ঞতা আরও বৃদ্ধি পেয়েছে। সম্ভবত টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দশে মুস্তাফিজই একমাত্র পেস বোলার।”
দলের প্রয়োজনের সময় বরাবরই মুস্তাফিজের সেরাটা আশা করেন রিয়াদ, “গত কয়েক সিরিজে সে দারুণ খেলেছে, খুব ভালো বোলিং করেছে। আমি আশা করি, যখন দলের তাকে প্রয়োজন হবে, সে দলকে কিছু দিতে পারবে।”
কোচ রাসেল ডমিঙ্গো তো মুস্তাফিজকে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবেই পরিচয় দিয়েছেন, “মুস্তাফিজ আমাদের হাতে অবিশ্বাস্য অপশন দেয়। নতুন বলে এবং ডেথ ওভার, উভয় ক্ষেত্রেই সে বিশ্বের একজন সেরা বোলার। সে বাংলাদেশের একজন পরিপক্ব ক্রিকেটার।”
সতীর্থ সৌম্যর মতে মুস্তাফিজ খুবই বিশেষ একজন বোলার, “ভিন্ন একজন খেলোয়াড়, অন্য বোলারদের মতো না। সে খুবই বিশেষ একজন বোলার।”
তাসকিন জানান, যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখেন মুস্তাফিজ। তাসকিনের ভাষায়, “খুব চটপটে ও ঠাণ্ডা মাথার খেলোয়াড়। যেকোনো পরিস্থিতিতে, ভালো খেলুক বা খারাপ, সবসময়ই একইরকম থাকে। গত কয়েক বছর ধরেই আমি দেখছি, সে খুবই ঠাণ্ডা মাথার খেলোয়াড়।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
- আলিফ ইন্ডাস্ট্রিজের বড় ঘোষণা, শেয়ারে হঠাৎ চাহিদার ঝড়
- বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ সতর্কবার্তা
- বাংলাদেশ বনাম নেপাল: লস টাইমে গোল, শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৯ কোম্পানির শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা: বিমা খাত এখন ঝুঁকির মধ্যে
- আজকের শেয়ারবাজার: বিক্রেতা সংকটে ৯ কোম্পানি হল্টেড
- বিনিয়োগকারীরা সাবধান: ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
- সরকারের এক সিদ্ধান্তে ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০-১২৫ টাকায়
- বাংলাদেশ বনাম নেপাল: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- আট ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে বিএসইসির পদক্ষেপ, তালিকায় সাকিবের প্রতিষ্ঠান
- ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঠেকালো পুলিশ-জনতা
- দ্বিতীয় প্রান্তিকে ২৩ কোম্পানির মুনাফা হ্রাস
- মার্জিন রুলস নিয়ে বিএসইসির নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি