ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টানা দুই ম্যাচ হারার পরও সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৮ ২১:১৭:৫০
টানা দুই ম্যাচ হারার পরও সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এই দুই ম্যাচে হেরে সেমিতে খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেলেও এখনই আশা ছাড়ছে না বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারালেই মিলে যাবে সেমির টিকিট।

বাংলাদেশ দলের উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান যেমনটা বলছিলেন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই দল চাঙা হয়ে যাবে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘এখন সবথেকে বড় যে জিনিসটা, সেটা হলো টুর্নামেন্টে টিকে থাকতে হলে উইন্ডিজের সঙ্গে ম্যাচটা জেতা। এখন আমাদের সবার ফোকাসটা এই ম্যাচ নিয়েই।

ইনশাআল্লাহ, যদি আমরা কালকের ম্যাচটা ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তবে সামনে যে ম্যাচগুলো আছে সেগুলো আরও সহজ হয়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে, পুরো দলটাই চাঙা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুটা ম্যাচ হেরেছি তো আমরা অবশ্যই একটু ব্যাক-ফুটে আছি টুর্নামেন্ট অনুযায়ী। তো কালকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

সেমি-ফাইনালে খেলার স্বপ্ন এখনও ছাড়েনি বাংলাদেশ দল সেটা সোহানের কথাতেই স্পষ্ট। তবে উইন্ডিজ বাধাটা পার করতে হবে শারজাহয়।

‘না অবশ্যই আমি যেটা বললাম। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো উইন্ডিজ ম্যাচটা। কালকে যদি জিততে পারি তবে আমরা বাংলাদেশ থেকেই অনেকে বলেছি যে সেমিফাইনাল খেলতে চাই, তো কালকের ম্যাচটা যদি জিততে পারি সেমিফাইনালের আশাটা থাকবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ