ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

টা্ইগারদের ব্যার্থতার আসল কারন জানালেন ফাহিম স্যার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৯ ০৯:১৫:৪৩
টা্ইগারদের ব্যার্থতার আসল কারন জানালেন ফাহিম স্যার

ক্রিকেটারদের এমন ব্যার্থতার কারণ খুঁজতে গিয়ে তিনি বলেন, ” সমস্যা হলো, আমরা আমাদের যে পাশের খেলোয়াড় তার সঙ্গে নিজেকে তুলনা করি। আমি হয়তো রাজশাহীর খেলোয়াড়, আমি খুলনার খেলোয়াড়ের সঙ্গে নিজেকে তুলনা করি। কিন্তু সত্যিকারের ভালো খেলোয়াড় হতে হলে আন্তর্জাতিকভাবে আমার সমপর্যায়ের খেলোয়াড় যারা তাদের সঙ্গে তুলনা করে নিজেকে উন্নতি করতে হবে। তাহলে নিজের অবস্থান স্পষ্ট হবে। আন্ডার নাইন্টিন খেলা প্লেয়ার খুব নামিদামি হয়ে আছে এখানে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কিছুই করতে পারছে না।”

তিনি আরও বলেন, “একই পর্যায়ের অন্য দেশের খেলোয়াড় টপ খেলোয়াড় হয়ে বেরিয়ে যাচ্ছে। তুলনা ওরকম করা উচিত। যারা ঘরোয়া ক্রিকেট খেলছে তারা যদি নিজেদেরকে এই সার্কেলে আটকে রাখে তাহলে কোনো উন্নতি করতে পারবে না। তাদের সমকক্ষ হতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে। এজন্য মরিয়া হয়ে থাকতে হবে। এটা তো নিজেদের চিন্তা করতে হবে। এটা তো একটা শিল্পর মতো। আমি একজন শিল্পী হয়ে যদি নিজেকে সেরা বানানোর চিন্তা না থাকে তাহলে আমি কোথাও যেতে পারব না।”

এরপর খেলোয়াড়দের পরিশ্রম কম করার মানুষিকতা নিয়ে বলতে গিয়ে অভিজ্ঞ এই কোচ জানান, “আমাদের ক্ষুধা কম তো অবশ্যই। তাই পরিশ্রমটাও কম। পরিকল্পনায় ঘাটতি। লক্ষ্যে পৌঁছানোর জেদও নেই। জিনিসটা শুধু কিন্তু খেলোয়াড়দেরই না। কার ক্ষুধা আছে? আমাদের মধ্যে সামগ্রিকভাবে কারো ক্ষুধা নেই। আমাদের টার্গেট কি? আমি একটা ক্লাব চালাই চ্যাম্পিয়ন হলেই খুশি। কিন্তু আমার ক্লাবের প্লেয়ার আন্তর্জাতিক মানের হয়ে গড়ে উঠছে কি না সে ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার ক্লাবের খেলোয়াড় এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাবে সেটা নিয়ে আমি চিন্তাও করি না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ