ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পাকিস্তানকে মাঝাড়ি লক্ষ্য ছুঁড়ে দিল আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ২৯ ২১:৫২:২১
পাকিস্তানকে মাঝাড়ি লক্ষ্য ছুঁড়ে দিল আফগানিস্তান

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৪৭ রান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি টপ অর্ডার ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই।

এছাড়া মোহাম্মাদ শাহজাদ ৮, রহমানুল্লাহ গুরবাজ ও আসগর আফগান সমান ১০ রানে আউট হন। পাওয়ার প্লের ছয় ওভারের মাঝেই ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করে ১৫ রানে আউট হন করিম জানাত।

৭৬ রানে ষষ্ঠ উইকেটের পতন হলে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আফগানিস্তান। তবে এ সময় দলের ত্রাতা হয়ে আসেন মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব। দুজনে মিলে গড়েন ৭১ রানের অবিচ্ছেদ্য জুটি।

ম্যাচের শেষ দিকে বাউন্ডারির পসরা সাজিয়ে বসেন নবী ও গুলবাদিন। শেষ পর্যন্ত দুজনেই সমান ৩৫ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন ইমাদ ওয়াসিম। এছাড়া শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী ও সাদাব খান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ