ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কোহলি-ধোনির মতো আসিফেরও সময় আসবে: হেইডেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ১৬:০৬:৪৮
কোহলি-ধোনির মতো আসিফেরও সময় আসবে: হেইডেন

নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২৭ রান করার পর আফগানিস্তানের বিপক্ষেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আসিফের। আফগানদের বিপক্ষে শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ২৪ রান। এমন সমীকরণের সামনে ১৯তম ওভারে করিম জানাতকে চার ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছিলেন এই হার্ড হিটার ব্যাটার।

হেইডেন বলেন, ‘আসিফের প্রতিভা আছে। ডেথ ওভারে পাওয়ার হিটিং করার মানসিকতা এবং ক্ষমতা দুটোই তার আছে। খুব বেশি ক্রিকেটারের এমন প্রতিভা থাকে না। হার্ড হিটিং একটা দুর্লভ প্রতিভা এবং আসিফের তা আছে।’

পাকিস্তানের ব্যাটিং কোচ আরও বলেন, ‘কোহলি এবং ধোনিকে আপনার মনে রাখতে হবে। তারা নিজের মতো করে ভবিষ্যত লিখেছে। আসিফেরও সময় আসবে এবং সে নিজের মতো করে ভবিষ্যত লিখবে।’

আসিফ ক্যারিয়ারের শুরুতে ঘরোয়া লিগে সতীর্থ হিসেবে পেয়েছিলেন মিসবাহ-উল হককে। পরবর্তীতে জাতীয় দলে আসার পর তাঁকে কোচ হিসেবেও পেয়েছেন তিনি। এই সময়ে মিসবাহর সঙ্গে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন আসিফ।

আসিফ বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুতে ফয়সালাবাদে মিসবাহ ভাইয়ের সঙ্গে খেলেছি এবং আমার ক্রিকেট ক্যারিয়ারের পেছনে তাঁর বড় ভূমিকা আছে। তিনি পাকিস্তানের কোচ হওয়ার পর আমাকে নিয়ে অনেক কাজ করেছেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ