ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ভারতের ফর্মে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: কার্তিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ১৮:৩৪:১৯
ভারতের ফর্মে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: কার্তিক

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় বেশ কিছুদিন থেকেই সেখানে অবস্থান করছে ভারত। তাই কন্ডিশন আর শক্তিশালী স্কোয়াড বিবেচনায় ভারত অন্যতম ফেভারিট।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে দশ উইকেটের হেরেছিল ভারত। ম্যাচে লাগামহীন বোলিং করেছে তারা। ১৫২ রানের লক্ষ্যমাত্রা দিয়েও পাকিস্তানের কোনো উইকেটই নিতে পারেনি জাসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স প্রসঙ্গে কার্তিক টুইটারে লেখেন, ‘ভারত যদি একবার নিজেদেরকে মেলে ধরতে পারে তাহলে কেউই তাদের থামাতে পারবে না। ফর্মে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

ভারত প্রথম ম্যাচে হারলেও তাদের সেমি ফাইনালে খেলার এখনও যথেষ্ট সুযোগ আছে। কার্তিক মনে করেন, নিজেদের মতো করে খেলতে পারলে অনেক দূর যাবে ভারত।

কার্তিক আরও লেখেন, ‘এটি আশ্চর্যজনক এবং বিভ্রান্তিকর যে, এই টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হারার পরই অনেকে ভাবছে ভারত বেশি দূর যেতে পারবে না। এই সপ্তাহ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ