ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের জন্য অবসরের সিন্ধান্ত নিলেন আসগর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ২০:৩০:৩১
পাকিস্তানের জন্য অবসরের সিন্ধান্ত নিলেন আসগর

মানতে পারেননি অনেক আফগানই। রশিদ তো ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু আসগর নিয়ে বসেছেন বড় এক সিদ্ধান্ত। বিশ্বকাপের মাঝপথেই তিনি দিয়ে বসেছেন অবসরের ঘোষণা।

নামিবিয়ার বিপক্ষে দেশের হয়ে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে আসগর ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন। দলীয় ইনিংস শেষে তিনি জানান অবসরের কারণ।

কান্নাজড়িত কণ্ঠে চোখে পানি মুছে আসগর বলেন, ‘আমি তরুণদের সুযোগ দিতে চাই। আমার মনে হচ্ছে এখনই এর ভালো সুযোগ।’

কেন বিশ্বকাপের মাঝপথেই অবসর নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তার ভাষ্য, ‘এই প্রশ্ন আমাকে সবাই-ই করছে। কিন্তু আমি বলে বুঝাতে পারব না। গত ম্যাচে আমরা অনেক কষ্ট পেয়েছি। এ কারণেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আসগর আরও বলেন, ‘অনেক স্মৃতি জমেছে। আমার জন্য এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমাকে অবসর নিতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ