ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ভারতকে কাঁদিয়ে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড, ৮ উইকেটে হেরে বিদায়ের পথে ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ অক্টোবর ৩১ ২৩:০৩:১৪
ভারতকে কাঁদিয়ে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড, ৮ উইকেটে হেরে বিদায়ের পথে ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৬.৩ ওভার হাতে রেখেই ৮ উইকেটে জয় লাভ করেছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সেমিফাইনাল এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড।

আবুধঅবিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৮ বলে ৪ রান করে ফেরেন ওপেনার ঈষাণ কিষাণ। আর ১৮ রানে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল। এদিকে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মা তুলেন মাত্র ১৪ রান।

পঞ্চম উইকেট জুটিতে রিশাব পান্ত এবং হার্দিক পান্ডিয়া মিলে দলকে সম্মানজনক স্কোর এনে দিতে মাটি কামড়ে ব্যাট করতে থাকেন। খুব বেশি রান তুলতে না পারলেও ২২ রানে জুটিটিই মনে হচ্ছিল এই ইনিংসের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯ বলে ১২ রান তুলে আউট হন রিশাব পান্ত।

এরপর রবিন্দ্রো জাদেজাকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা একশো পার করেন হার্দিক। তিনি ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। এদিকে শেষ পর্যন্ত খেলে যান জাদেজা। ১৯ বলে ইনিংস সর্বোচ্চ ২৬ রানে থাকেন অপরাজিত। এছাড়া শূন্যরানে মাঠ ছাড়েন মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ৪টি করে ওভার করে ১৭ রানে দুটি উইকেট নেন ইশ সোদি। আর টিম সাউদি এবং অ্যাডাম মিলনে একটি করে উইকেট পেয়েছেন।

১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন মার্টিন গাপটিল। দলীয় ২৪ রানের মাথায় জাসপ্রিত ভোমরার বলে ১৭ বলে তিনটি চারের সাহায্যে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্টিন গাপটিল। তবে এরপর জুটি গড়ে তোলেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল।

মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি ড্যারিল মিচেল। ৩৫ বলে ৫টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৯ রান করে জাসপ্রিত ভোমরার দ্বিতীয় শিকার হন ড্যারিল মিচেল। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ৩০ বলে তিনটি বাউন্ডারিতে ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ