বাটলারের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বিশাল রানের টার্গেট দিল ইংল্যান্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শতকের দেখা পেলেন জস বাটলার। এর আগে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৮৩। শ্রীলংকার বিপক্ষে শতক হাঁকাতে বাটলারকে খেলতে হয়েছে ৬৭টি বল। দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ছয়টি করে চার ও ছক্কাতে। ব্যাট করেছেন প্রায় ১৫১ স্ট্রাইক রেটে।
শঙ্কা জেগেছিল হয়তো শতক পূর্ণ হবে না বাটলারের। ২০তম ওভারে যখন স্ট্রাইকে বাটলার ঠিক সে সময় শতক পূর্ণ হতে দরকার আরও ১৩টি রান। চামিরার করা শেষ ওভারের প্রথম বলে চার মারেন বাটলার। পরের বল মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে নেন দুই রান। তৃতীয় বলে উঁচুতে উঠিয়ে মারতে গিয়ে তুলে দেন ক্যাচ। তবে ভাগ্য সহায় তার ক্যাচ স্কয়ার লেগে ফেলে দেন নিশাঙ্কা।
ওই বলে দুই রান নিয়ে বাটলার ৯৫ রানে পৌঁছে যায়। পরের দুই বল ডট দিলে শঙ্কা জাগে হয়তো আর শতকের দেখা পাওয়া হবে না এই ইংলিশ ব্যাটারের। তবে শেষ বলে লেগ সাইডে ফুলটস দেন চামিরা। আর লোভনীয় বল পেয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিক করে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন শতক।
চলতি বিশ্বকাপে এটিই প্রথম শতক। আর নিজের ক্যারিয়ারেরও প্রথমবারের মতো শতকের দেখা পেলেন বটলার।
শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। পাওয়ার প্লে'র ভেতরেই মাত্র ৩৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ইংলিশরা। তবে চতুর্থ উইকেটে জস বাটলার এবং অধিনায়ক ইয়ন মরগ্যানের ১১২ রানের জুটিতে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৩ রানে।
ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৯ রানের মাথায় হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন জেসন রয়। এরপর ইংলিশদের রানের চাকা কিছুটা ধীর হয়ে যায়। পঞ্চম ওভারের শেষ বলে দাভিদ মালান ৮ বলে ৬ রান করে ফিরলে ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। চামিরার বলে বোল্ড হন মালান। বিপর্যয় বাড়ে পাওয়ার প্লে'র শেষ ওভারের হাসারাঙ্গার করা দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই এলবিডাব্লিউ হয়ে ফেরেন জনি বেয়ারেস্টো। এতেই মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক ইয়ন মরগানকে নিয়ে সঙ্গে নিয়ে গড়েন ১১২ রানের দুর্দান্ত এক জুটি। ৩৬ বলে ৪০ রান করে মরগান হাসারাঙ্গার শিকার হয়ে ফেরেন। তবে উইকেটের অপরপ্রান্তে ঠিকই তাণ্ডব চালাতে থাকেন বাটলার। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার।
লংকানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওয়াইনিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এছাড়া একটি উইকেট নেন দুশ্মন্থ চামিরা। ৪ ওভারে তিনি দেন ৪৩ রান।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা