ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

শ্বাসকষ্টে ভোগা আগুয়েরোকে নিয়ে জানা সর্বশেষ তথ্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০২ ১২:৪৮:০৬
শ্বাসকষ্টে ভোগা আগুয়েরোকে নিয়ে জানা সর্বশেষ তথ্য

গত শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে আলাভেজের বিপক্ষে খেলার সময় বার্সার নতুন এই স্ট্রাইকার শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। পরে ম্যাচের মাঝপথেই তাকে তুলে নেয়া হয়। ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে হৃদযন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানায়, কার্ডিয়াক অ্যারিথমিয়ায় ভুগছেন আগুয়েরো।

কার্ডিয়াক অ্যারিথমিয়া কী ?কার্ডিয়াক অ্যারিথমিয়ার অর্থ অনিয়মিত হৃদস্পন্দন। যখন হৃৎপিণ্ডের স্পন্দন সমন্বয়কারী বৈদ্যুতিক সংকেতগুলো সঠিকভাবে কাজ করে না, তখনই হৃদযন্ত্রের ছন্দপতন ঘটে। আর ত্রুটিপূর্ণ এই সংকেতের কারণে হৃৎপিণ্ড খুব দ্রুত (টাকিকার্ডিয়া) অথবা খুব ধীর (ব্র্যাডিকার্ডিয়া) অথবা অনিয়মিতভাবে স্পন্দিত হতে থাকে। ফলে শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন রোগী।

আগুয়েরোর অসুস্থতা বার্সার জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে। চলতি মৌসুমে এমনিতেই ছন্নছাড়া বার্সা পাচ্ছে না গোলের দেখা। তার মধ্যে আগুয়েরোর মতো গোল স্কোরারকে হারানো। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সা খেলবে ডিনামো কিয়েভের বিপক্ষে। দলের অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বারজুয়ানকে তাই খুঁজতে হচ্ছে আগুয়েরোর বিকল্প।

চলতি সপ্তাহে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর একাডেমী কোচ বারজুয়ানকে নিয়োগ দেয় বার্সা। ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করে যাওয়া বারজুয়ান অবশ্য আশাবাদী, আগুয়েরোকে ছাড়াই কিয়েভের বিপক্ষে ভালো করবে তার দল। কেননা ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন ফরোয়ার্ড উসমান দেম্বেলে। আনসু ফাতিকেও আজ দেখা যাবে শুরুর একাদশে।

ম্যানচেস্টার সিটি থেকে চলতি মৌসুম মুফতে বার্সেলোনায় নাম লেখান আগুয়েরো। ইনজুরির কারণে বার্সার জার্সি গায়ে অভিষেক বিলম্বে হওয়ার পর কাতালান ক্লাবটির হয়ে পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন একটি। সেটাও আবার বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ