ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এইমাত্র শেষ হলো নামিবিয়া ও পাকিস্তানের ম্যাচ,জেনেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০২ ২৩:৪৮:৪৪
এইমাত্র শেষ হলো নামিবিয়া ও পাকিস্তানের ম্যাচ,জেনেনিন ফলাফল

মঙ্গলবার ওপেনিং জুটিতেই আসে ১১৩ রান। অধিনায়ক বাবর আজম ৭০ রান করে বিদায় নেয়। তিন নাম্বারে নামা ফখর জামান উইকেটে এসে থিতু হওয়ার আগেই ৫ রান করে আউট হন। চারে নামা মোহাম্মদ হাফিজ আর ওপেনার মোহাম্মদ রিজওয়ান সচল রাখেন রানের চাকা। রিজওয়ান অপরাজিত থাকেন ৭৯ রানে আর হাফিজ থাকেন ৩২ রানে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৮৯ রান তোলে পাকিস্তান।

১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে নামিবীয়া। সেই সাথে ৪৫ রানের বড় জয় পেয়েছে পাকিস্থান।

চলতি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে রয়েছেন বাবর আজমরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড আর তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে পাকিস্তান।

এদিকে বিশ্বকাপের মতো বড় আসরে এ প্রথম বাছাই পর্বে খেলার সুযোগ পেয়ে মূলপর্বের টিকিট পায় নামিবিয়া। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পেয়ে অভিজ্ঞ স্কটল্যান্ডকে হারিয়ে দেয় নামিবিয়া।

এ ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যে একাদশ নিয়ে লড়েছিল দলটি, সে একাদশ নিয়েই নেমেছে নামিবিয়ার বিপক্ষে। অন্যদিকে নামিবিয়া দলে এসেছে দুটো পরিবর্তন। বাদ পড়েছেন পিকি ইয়া, আর বার্নার্ড শোল্টজ। তাদের জায়গায় দলে ঢুকেছেন স্টেফান বার্ড, ও বেন শিকঙ্গো।

পাকিস্তান একাদশ:বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

নামিবিয়া একাদশ:ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংজেন, জন লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ইয়ান গ্রিন (উইকেটরক্ষক), জেজে স্মিট, ডেভিড ভিসে, ইয়ান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, স্টেফান বার্ড ও বেন শিকঙ্গো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ