ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আফগানদের আগে হারালেও এখন ওরা আমাদের ছেড়ে কথা বলবে না: হরভজন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৩ ১৯:২৪:০৪
আফগানদের আগে হারালেও এখন ওরা আমাদের ছেড়ে কথা বলবে না: হরভজন

এবারের বিশ্বকাপে আফগানিস্তান তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয় নিয়ে গ্রুপ-২ এ দুই নম্বরে আছে। দুই নম্বরে থাকলেও আফগানদের নেট রানরেট (+৩.০৯৭) শীর্ষে থাকা পাকিস্তানের চেয়েও বেশি (+১.০৬৫)।

দুরন্ত আফগানদের তাই হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়ে ভারতীয় দলকে হরভজন বলেছেন, ‘দল হিসেবে তারা খুব পরিণত। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। আর রশিদ খান ও মুজিব-উর-রহমানের সমন্বয়ে স্পিন আক্রমণ তো দুর্দান্ত। টি-টোয়েন্টি সংস্করণ্টাই এমন, যেখানে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এবারের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-আফগানিস্তান দুবার মুখোমুখি হয়েছিল। দুবারই ভারত জিতেছিল।

তবে পরিসংখ্যানকে পাত্তা দিতে নারাজ হরভজন, ‘ক্রিকেটার হিসেবে অতীত রেকর্ডে কখনোই বিশ্বাস করি না। পরিসংখ্যান আমর কাছে মূল্যহীন। পাকিস্তানকে এর আগে আমরা ১২ বার হারিয়েছি। এবার তো পাকিস্তান ঠিকই জিতল। অতীতকে কখনোই বদলানো যাবে না। এখন মাঠে কেমন খেলছি সেটাই দেখার বিষয়। আফগানদের আগে হারালেও এখন ওরা আমাদের ছেড়ে কথা বলবে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ