ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আবেগ থেকেই আমি সেই সব কথা বলেছিলাম : স্বীকার করলেন রিয়াদ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৪ ২৩:৪০:২২
আবেগ থেকেই আমি সেই সব কথা বলেছিলাম : স্বীকার করলেন রিয়াদ

আবেগের বশে ওসব বলেছিলেন তিনি। “সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপারে.. সম্ভবত, আই গট ইমোশনাল। হয়তো এ কারণে আমি ওভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। এটার জন্য আমি…।”

তবে সে দিনের মতো এ দিনও মাহমুদউল্লাহ বললেন, সমালোচনার ক্ষেত্রে সীমাটা মনে রাখা উচিত। “সমালোচনা সবসময়ই হবে এবং আমি কখনোই বলিনি যে, সমালোচনা হবে না। সমালোচনা হবে এবং এটা আমাদের মেনে নিতে হবে। কারণ, দেশ ও দলের জন্য পারফর্ম করা আমাদের দায়িত্ব। যখন আপনি (পারফর্ম) করবেন না, তখন আপনাকে সমালোচিত হতে হবে। সবকিছুরই একটা নির্দিষ্ট সীমানা থাকে।”

“অনেক কিছু আমরা বুঝি, আবার অনেক সময় হয়ত এড়িয়েও যাই। ওমানের ওই সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেটাতে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার ভেতর অনেক সময় অনেক আবেগ কাজ করে। হয়ত আবেগ থেকেই আমি সেই সব কথা বলেছিলাম।”

পরে আবেগ পেয়ে বসার পেছনে কারণও ব্যাখ্যা করলেন মাহমুদউল্লাহর। জানালেন জৈব সুরক্ষা বলয়ে টানা খেলে যাওয়ার কারণে মানসিক ক্লান্তির কথা। “সম্ভবত, আমরা গত ৪-৫ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। পরিবার থেকে দূরে আছি। জৈব সুরক্ষা বলয়ে যে একটা ফ্যাটিগ থাকে, সেটা আপনারাও জানেন। শরীর এবং মনের ক্লান্তিরও একটা ব্যাপার থাকে। এগুলো কোনো অজুহাত হিসেবে বলছি না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ