ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইংল্যান্ডকে নিয়ে যত ভয় করছে শোয়েব আখতার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ নভেম্বর ০৫ ১৪:৫১:১১
ইংল্যান্ডকে নিয়ে যত ভয় করছে শোয়েব আখতার

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ভারতকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। বিশ্বকাপে কখনো ভারতকে হারাতে না পারার ইতিহাসটা পাল্টে দিয়ে দারুণ উজ্জীবিত থাকা পাকিস্তান এই ফর্ম টেনে নিয়ে গেছে পুরো টুর্নামেন্ট জুড়ে৷ নিউজিল্যান্ড, আফগানিস্তানের পর নামিবিয়ার বিপক্ষেও সহজেই জিতেছে বাবর আজমের দল৷ সেই সাথে এইবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে তারা নিশ্চিত করেছে সেমিফাইনালও৷

পাকিস্তানের সাথে পাল্লা দিয়ে সুপার টুয়েলভের অন্য গ্রুপে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড ক্রিকেট দলও৷ এইবারের টুর্নামেন্টে তারাও হারেনি কোনো ম্যাচ৷ উড়তে থাকা এই দুই দলকেই তাই ফাইনালে দেখছেন বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ। আর এই ইংল্যান্ড দলকে নিয়েই শঙ্কিত পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার৷ পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পথে ইংল্যান্ডকেই সবচেয়ে বড় বাধা মানছেন তিনি৷

এইবারের বিশ্বকাপে পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্স শোয়েবকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৯৯৯ বিশ্বকাপে৷ দারুণ খেলে ফাইনালে গেলেও সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে ধরাশায়ী হোন শোয়েব আখতাররা৷ এইবারও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য উত্তরসূরীদের সতর্ক করে দিয়েছেন তিনি৷ শোয়েব আখতার বলেছেন, “তোমাদের খেলা দেখে আমার বারবার ৯৯’ বিশ্বকাপের কথা মনে পড়ছে। আমাদের এইবার সাবধান থাকতে হবে৷ এইবারের বিশ্বকাপ যেন কোনভাবেই আমাদের হাত থেকে না ফসকায়। যেভাবেই হোক, এই ট্রফি আমাদের জিততেই হবে।’

পাকিস্তান দলকে এখনই অন্য গ্রুপের দলগুলোকে নিয়ে পরিকল্পনা শুরু করার পরামর্শও দিয়ে রেখেছেন শোয়েব আখতার৷ দলকে উদ্দেশ্য করে দেওয়া টুইট বার্তায় শোয়েব লিখেছেন – “আমাদের এখনই অন্য গ্রুপের দলগুলোকে মোকাবেলা করার প্রস্তুতি শুরু করা দেওয়ায় উচিত। তারা আমাদের চমকে দিতে পারে। বিশেষ করে ইংল্যান্ড সেই সামর্থ্য রাখে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ