বাংলাদেশকে নিয়ে খুবই ভয়ে ছিলেন মরকেল

ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ছিল একেবারে অসহায়। পেসার কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়ার বোলিং তোপে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
প্রথম তিন ম্যাচ হারায় বাংলাদেশের হারানোর কিছুই ছিল না। যে কারণে প্রোটিয়াদের জন্য ম্যাচটি চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করেছিলেন মরকেল। তবে টেম্বা বাভুমার দলকে বিন্দুমাত্র চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশের ব্যাটার কিংবা বোলাররা। রাবাদা, নরিকয়ার পর তাবরাইজ শামসি বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
এ প্রসঙ্গে মরকেল বলেন, ‘আমাকে অবশ্যই রাসেল ডমিঙ্গো ও অ্যাশওয়েল প্রিন্সের প্রশংসা করতে হবে। তাদের কারণে বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। কারণ, আমি জানি দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ও একজন কিংবদন্তি বাংলাদেশ দলের অনেক পরিবর্তন এনেছেন। তাছাড়া বাংলাদেশ এমন একটি দল যাদের হারানোর কিছু ছিল না। সুতরাং এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার জন্য আসলেই চ্যালেঞ্জিং হতে পারতো।’
তিনি আরও বলেন, ‘তবে আবুধাবির উইকেট প্রোটিয়া বোলারদের দারুণভাবে সহায়তা করেছে। উইকেটে পেস ছিল, বাউন্স ছিল। আর সেটার দারুণ ব্যবহার করেছিল দক্ষিণ আফ্রিকা। উইকেট থেকে সুবিধা নিয়ে কাগিসু রাবাদা, নরকিয়া দারুণ বোলিং করেছে। এরপর তাবরিয়াজ শামসি একটি স্পেলে বল করতে এসে বাংলাদেশকে প্রচুর চাপে ফেলে দিয়েছিল।’
চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে দক্ষিণ আফ্রিকা। শেষ চারে যেতে ইংল্যান্ডকে হারানোর বিকল্প নেই প্রোটিয়াদের। বোলারদের কল্যাণে ইংলিশদের হারিয়ে সেমিফাইনালে জায়গা পাবে দক্ষিণ আফ্রিকা, এমনটাই মনে করেন মরকেল। বোলররা ভালো করলে ইংল্যান্ডকে নাড়িয়েও দিতে পারে বলে বিশ্বাস করেন সাবেক এই প্রোটিয়া পেসার।
তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তার জায়গা হলো বোলিং আক্রমণ। আমি বিশ্বস করি বোলাররা আমাদেরকে সেমিফাইনালে পৌঁছে দিতে পারে। দক্ষিণ আফ্রিকার বোলাররা যদি ভালো করেন তাহলে তারা ইংল্যান্ডকেও নাড়িয়ে দিতে পারে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- এসএসসি রেজাল্ট ২০২৫: কিভাবে সবার আগে দেখবেন আপনার ফল? জানুন নিয়ম
- SSC Result 2025: দুপুর ২টায় প্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল
- এসএসসির ফল পুনর্নিরীক্ষার তারিখ ঘোষণা: ‘বোর্ড চ্যালেঞ্জ’ করবেন যেভাবে
- আজ এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: দ্রুত অনলাইনে ফল দেখার সহজ উপায়
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ ২০২৫: ঘরে বসেই যেভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জ
- চলছে SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: খাতা চ্যালেঞ্জ করবেন সবার আগে যেভাবে
- SSC ফল পুনঃনিরীক্ষণ শুরু আজ: খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ
- এসএসসি রেজাল্ট ২০২৫: অনলাইনে ও এসএমএসে দেখবেন যেভাবে
- চেলসি বনাম ফ্লুমিনেন্স: সেমিফাইনালে জমজমাট ৯০ মিনিট শেষ, ফাইনালে কার জায়গা?
- রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: বাংলাদেশ থেকে লাইভ দেখার সহজ উপায়
- এসএসসি ও দাখিল রেজাল্ট ২০২৫: ওয়েবসাইট ও মোবাইল থেকে দ্রুত ফল
- রিয়াল বনাম পিএসজি: ২৫ মিনিটেই বদলে গেল ম্যাচের চিত্র, কে গেল ফাইনালে?
- চেলসি বনাম ফ্লুমিনেন্সে: কবে, কখন, কোথায়, কিভাবে দেখবেন লাইভ
- পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল: কখন, কোথায়, কীভাবে দেখবেন লাইভ